ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘বিশ্বকাপের ম্যাচ জিততে ৪০০ রান করতে হবে পাকিস্তানকে’

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৩, সোমবার
mzamin

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ব্যাটিংয়ে ছন্দ দেখায় পাকিস্তান। তবে বোলিংয়ে আলো ছড়াতে পারেনি ‘গ্রিন ক্যাপ’রা। ৩৪৬ রানের বড় টার্গেট দিয়েও ম্যাচ হেরে যায় ৫ উইকেটে। আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেন, বোলাররা এমন ছন্দহীনতায় ভুগলে বিশ্বকাপে জয় পেতে ৪০০ রান করতে হবে ব্যাটারদের।

গত ২৯শে সেপ্টেম্বর হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম-আপ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৪৫ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর আজম খেলেন ৮০ রানের ইনিংস। ৭৫ রান সংগ্রহ করেন সৌদ শাকিল। তিন ব্যাটারের নৈপুণ্য ছড়ানো ইনিংস ভেস্তে যায় পাকিস্তানি বোলারদের ফিকে পারফরম্যান্সে। সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন উসামা মীর। ১০ ওভারে ৬৮ রান খরচ করেন তিনি। একটি করে উইকেট পান হাসান আলী, আগা সালমান এবং মোহাম্মদ ওয়াসিম। 

উইকেট শিকারী চার বোলারের মধ্যে সর্বনিম্ন ৫৮ রান খরচ করেন ওয়াসিম। বাকিদের সবাই ষাটের বেশি। পাকিস্তানি বোলারদের মোকাবিলায় ৩৮ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৭ রান করেন ওপেনার রাচিন রবীন্দ্র। ফিফটি হাঁকান কেইন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলও। পাকিস্তানের এমন পারফরম্যান্সে চিন্তিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা। তিনি বলেন, ‘আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তান এখন হারের অভ্যাসের মধ্যে ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারলো। আর এবার ৩৪৫ রান করেও হারলো। তাদের (নিউজিল্যান্ড) রান তাড়া করে জেতাটা দারুণ ছিল।’

রমিজ রাজা বলেন, ‘যদি উইকেট এমন হয়, অবশ্য ভারতের উইকেট সব সময় এমনই, আর বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যাটারদের এই উইকেটে ৪০০ রান করতে হবে। পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে এবং ঝুঁকি নিতে হবে। আমরা তা করছি না। আমরা প্রথম ১০-১৫ ওভার রক্ষণাত্মকভাবে খেলছি, তারপর আক্রমণে যাচ্ছি।’

আগামী ৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ৬ই অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status