ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

যেখানে ব্যতিক্রম বাংলাদেশের জিয়া

স্পোর্টস রিপোর্টার হাংজু (চীন) থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবার
mzamin

হাংজু এশিয়ান গেমসে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার বাইরে আরও অনেক বাংলাদেশি এসেছেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। এদের কেউ আম্পায়ার, কেউ জুরি বোর্ডের সদস্য, কেউ আবার অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার আমন্ত্রিত অতিথি। এদের বাইরে অন্য পরিচয়ে এখানে এসেছেন এক বাংলাদেশি। তিনি আরচারি কোচ জিয়াউর রহমান। তিনি এখানে এসেছেন সৌদি আরব জাতীয় দলের আরচারি দলের হেড কোচ হয়ে। বছর দুই ধরে সৌদি আরব জাতীয় দলের কোচিং করাচ্ছেন জিয়া। সৌদি আরচারি দল নিয়ে বিশ্বের অনেক জায়গায়ও গিয়েছেন। যেখানে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবেও পেয়েছেন জাতীয় দলের সাবেক এই আরচার। তবে কোনো গেমসে এবারই প্রথম। 

এবারের গেমসটি অন্য আসরের চেয়ে একটু ভিন্ন অভিজ্ঞতা জানিয়ে জিয়া বলেন, ‘আগের অভিজ্ঞতাগুলো শুধু আরচারির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই গেমসে অনেক খেলার অনেকেই এসেছে, তাই এই অভিজ্ঞতা অবশ্যই ভিন্ন।’ বাংলাদেশ কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে গেমসে আসা বাংলাদেশিদের মধ্যে জিয়াই একমাত্র ব্যতিক্রম। বিষয়টি তার কাছে ভালোই লাগার জানিয়ে বলেন, ‘নিজের দেশের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা সব সময়। যোগ্যতা ও মেধা থাকলে বড় আসরে অন্য পরিচয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যায়, এটিও বেশ গর্বের বিষয়।’ 

হাংজু এশিয়ান গেমস জিয়ার জন্য ত্রিমাত্রিক পরিচয় এনে দিয়েছে। খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন এশিয়ান গেমসে। এরপর সহকারী কোচ ছিলেন জার্কাতার আসরে। এখন ভিন্ন দেশের প্রধান কোচ হয়ে অংশ নিচ্ছেন হাংজু এশিয়াডে। তিন ভূমিকা-ই তার কাছে উপভোগ্য জানিয়ে বলেন, ‘সময়ের সাথে দায়িত্ব বদলায়। প্রতিটি দায়িত্ব-ই আমি উপভোগ করি।’ গেমসে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচারি। রোমান-দিয়াদের প্রতি শুভকামনা থাকলেও নিজ দলের দিকেই তার বেশি মনোযোগ। জিয়া বলেন, ‘বাংলাদেশ এশিয়াডে পদক জিতুক সেই কামনা করি। সৌদি আরব এশিয়াডে ভালো করলেই আমার স্বার্থকতা।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status