খেলা
অবসরের ইঙ্গিত বাটলারের
স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৩, সোমবার
ইয়ন মরগান অধিনায়কত্ব ছাড়ার পর জস বাটলারকে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে তার অধিনায়কত্বে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। এবার অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। তবে আসর শুরুর আগেই ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত দিলেন বাটলার।
গত শনিবার ভারতের বিপক্ষে গৌহাটিতে প্রস্তুতি ম্যাচ ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ায়নি। সেদিনই ওয়ানডে ছাড়ার ইঙ্গিত দেন। একসঙ্গে তিন ফরম্যাট চালিয়ে যাওয়া কঠিন বলে আখ্যা দেন বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলব। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছুতে থাকে না। আমি চেষ্টা করবো খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভালো রাখতে হবে।’ যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান বাটলার। তিনি বলেন, ‘সব ফরম্যাট খেলতে পারব কি না জানি না। এখন টি-টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই টি-টোয়েন্টি চালিয়ে যাবো। তবে এ জন্য একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নেবো।’
মূল আসরের আগে আজ নিজেদের দ্বিতীয় প্রস্ততি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ৫ই অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী ইংলিশদের প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ড।