ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

৩৩ বছরে এমন অভিজ্ঞতা হয়নি ম্যানইউর

স্পোর্টস ডেস্ক
২ অক্টোবর ২০২৩, সোমবার

ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। অধারাবাহিক পারফরম্যান্সে নতুন মৌসুমে নিজেদের ৭ম ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেলো রেড ডেভিলরা। শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হারে স্বাগতিকরা। এতে পুরনো এক লজ্জার স্মৃতি ফিরিয়েছে ম্যানইউ। ঘরের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়সূচক একমাত্র গোলটি করেন ক্রিস্টাল প্যালেসের ডেনিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেন। প্রিমিয়ার লীগে ৭ ম্যাচ খেলে ৩ জয় ও ৪ হারে ৯ পয়েন্ট অর্জন করলো ম্যানইউ। গত ৩৩ বছরে লীগে নিজেদের প্রথম সাত ম্যাচে এত অল্প পয়েন্ট পায়নি রেড ডেভিলরা। 

সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে প্রথম ৭ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছিল ম্যানচেস্টারের দলটি। ক্রিস্টাল প্যালেসের জয়ে রেকর্ড হয়েছে দলটির কোচ রয় হজসনের। তিনিই প্রথম কোচ, যিনি ওল্ড ট্রাফোর্ডে টানা পাঁচ ম্যাচে প্যালেসকে অপরাজিত রাখার কীর্তি গড়েছেন। এর মধ্যে তিন জয় এবং ২ ড্র। সবশেষ ১৬ই সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে টানা দ্বিতীয় হারটি দেখলো রেড ডেভিলরা। 

সবশেষ ২০২১ সালের নভেম্বরে টানা দুই হোম ম্যাচে হেরেছিল ম্যানইউ। ম্যানইউর হারের রাতে পরাস্ত হয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। মলিন্যাক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হারে সিটি। ম্যানচেস্টারের দুই দলের হারের রাতে বড় জয় পায় আর্সেনাল। ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথ এফসিকে ৪-০ গোলে হারায় গানাররা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা আর্সেনালের ১৭ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status