খেলা
কাবাডির পদক জয়ের মিশন শুরু আজ
স্পোর্টস রিপোর্টার, হাংজু (চীন) থেকে
২ অক্টোবর ২০২৩, সোমবার২০১০ গুয়াংজু এশিয়াডে পদক হারায় বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আট বছর পর ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে পদক হারায় মেয়েরা। হাংজুতে দুই দলই কোর্টে নামবে তাদের পদক পুনরুদ্ধারে। এশিয়াডে আসার আগে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল ভারতের মহারাষ্ট্রে রাও একাডেমিতে দেড় মাস করে অনুশীলন করেছেন। ভারতে বেশ ক’টি রাজ্য দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। তাই পুরোপুরি প্রস্তুত হয়েই হাংজুতে এসেছেন তুহিন তরফদার ও হাফিজা খাতুনরা। ঝিয়াওশান গোয়ালি স্পোর্টস সেন্টারে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় পুরুষ দল ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে এবং সকাল সাড়ে ৮টায় মেয়েরা ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে।
আরচারিতে ব্যক্তিগত ইভেন্টে বিদায় রোমান সানার
দীর্ঘ এগারো মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়ান গেমসের মাধ্যমে আন্তর্জাতিক আসরে ফিরেছেন আরচার রোমান সানা। কিন্তু গতকাল ব্যক্তিগত ইভেন্টে র্যাঙ্কিং রাউন্ডেই বাদ পড়েন তিনি। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সপ্তম হয়েছে। স্কোর ১৯৬৩। তবে সাগর ইসলাম (৬৬২) ও রামকৃষ্ণ সাহার (৬৫৩) চেয়ে স্কোর কম করায় বাদ পড়েছেন রোমান সানা (৬৪৮)। ফলে ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২ ও রামকৃষ্ণ সাহা ২৯তম হয়ে লড়বেন। এবারের গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দু’তারকা সুযোগ পাবেন ব্যক্তিগত ইভেন্টে। নারীদের বিভাগে ১৮২৫ স্কোর করে বাংলাদেশ ১৪তম হয়েছে। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকী, ফামিদা সুলতানা নিশা ও সিমা আক্তার শিমু। দিয়া ও নিশি খেলবেন ব্যক্তিগত ইভেন্টে। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারীদের বিভাগে চাইনিজ তাইপে। এদিকে কম্পাউন্ডে পুরুষ বিভাগে ১২তম ও নারীদের বিভাগে অষ্টম হয়েছে বাংলাদেশ। কম্পাউন্ডের দলগত ইভেন্টে পুরুষদের প্রতিপক্ষ মালয়েশিয়া ও নারীদের হংকং।
গলফে ১৪তম সিদ্দিকুর রহমান
এশিয়ান গেমসের নবম দিন শেষ হয়েছে গলফ ইভেন্টের। ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে ১৪তম অবস্থানে থেকে শেষ করেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। চার রাউন্ড মিলে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন তিনি। রোববার শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন। আর পারের সমান শট খেলে জামাল হোসেন শেষ করেছেন ৩৫ নম্বর অবস্থানে থেকে। গলফে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন হংকংয়ের তাইচি খো। পারের চেয়ে ২৭ শট কম খেলেছেন তিনি।