ভারত
পাকিস্তানে গুলিতে নিহত ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি? ভাইরাল ভিডিও নিয়ে উত্তেজনা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
একটি ভিডিওতে দেখা যাচ্ছে কাইজার ফারুখ মুফতি পাকিস্তানের করাচির রাস্তা ধরে হাঁটছে। পর মুহূর্তে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুখে কাপড় বাঁধা অবস্থায় বাইকে করে এসে গুলিতে ঝাঁজরা করে দিল ফারুখকে। মাটিতে লুটিয়ে পড়লো সে। এই ভিডিওটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সাউথ ব্লক এর পাকিস্তান ডেস্কে। কারণ, ফারুখ ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় আছে।
কে এই কাইজার ফারুখ মুফতি? পাকিস্তানের অন্যতম প্রধান জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার অন্যতম প্রতিষ্ঠাতা এই ফারুখ। শুধু তাই নয়, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ২৬/১১ আক্রমণের অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই ফারুখ। ২৬/১১ এর পরই ফারুখ ভারতের ডেরা ডান্ডা গুটিয়ে পাকিস্তানে চলে যায়। তবে, ভিডিওর সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত নয় সাউথ ব্লক। ভারতীয় গোয়েন্দাদের বিভ্রান্ত করতে এটি সাজানো ভিডিও হতে পারে বলে অনেকে অনুমান করছে। বিশেষত এই বিষয়ে পাক সরকারের নীরবতা ভারতীয় গোয়েন্দাদের বিস্মিত করেছে।
উল্লেখ্য যে, ভিডিওটিতে দিন সময় নির্দিষ্ট করে দেখানো হয়নি। ফারুখ ভারতের অন্যতম সেরা ওয়ান্টেড জঙ্গি। হঠাৎ তার এই গুলিতে ঝাঁজরা হওয়ার ঘটনার সঙ্গে কানাডায় নিহত খালিস্তানি নেতা নিজ্জার হত্যাকাণ্ডের মিল আছে বলেই মনে করা হচ্ছে। দুয়ের পিছনেই আন্তর্জাতিক চক্রান্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ভারত।