অনলাইন
বাহুবলে জমি বিরোধের জেরে নিহত ২
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১০:২৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবলের কামারগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের চেরাগ আলী মহালদারের পুত্র ইউসুফ মিয়া (৪০) ও হাছন আলীর পুত্র উস্তার মিয়া (৪২)। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ওই রাত ১২ টার দিকে উভয়পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে কামারগাও গ্রামের আবরু মিয়ার পুত্র ফারুক মিয়া ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের চেরাগ আলী মহালদারের পুত্র ইউসুফ আলী গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাসখানেক পূর্বে উভয়পক্ষে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ইউসুফ মিয়া ও তার ভাই লিয়াকত আলীর বিরুদ্ধে ফারুক মিয়ার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
এ মামলায় গত ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা জামিন লাভ করেন। এরপর থেকে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। দু’দিন পূর্বেও তাদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় পুনরায় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার রাত ১০ টার দিকে ইউসুফ মিয়া ও উস্তার মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউসুফ মিয়া, উস্তার মিয়া, আতাউর মিয়া, সোলেয়মান আহমেদ, হাছন আলী, শহীদ মিয়া ও কালা মকসুদসহ বেশ কয়েকজন লোক আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ হাসপাতালে নেয়া হলে ইউসুফ মিয়া ও উস্তার মিয়ার মৃত্যু হয়। অন্যান্য গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার মধ্যরাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন একে অপরের বাড়িঘরে হামলা, ভাংচুর ও ব্যাপক অগ্নিসংযোগ করেছে বলে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে।
হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।