অনলাইন
ঢাকা কলেজে ফের সাংবাদিক পেটালো ছাত্রলীগ নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৯:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১২ অপরাহ্ন

প্রতীকী ছবি
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদের উপর নির্যাতন চালিয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। আবাসিক হলে থাকা এ শিক্ষার্থীকে রাতভর আটক করে দফায় দফায় নির্যাতন চালানো হয়। খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ওবায়দুর সাইদ অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের এবং শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি। বৃহস্পতিবার রাত ১১টার পর ওবায়দুরের রুমে আসে ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল ও তার কয়েকজন অনুসারী। এ সময় সোহেল ওবায়দুরের বুকে লাথি মেরে ফ্লোরে ফেলে দেয়। এরপর মুখে ও কানে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে থাকে।
তার কাছে জানতে চাওয়া হয়, ফয়সালকে নির্যাতনের খবর কোন কোন পত্রিকায় পাঠানো হয়েছে। এরপর সোহেল ওই সাংবাদিকের গলায় পা দিয়ে চেপে ধরে তার ফোনের লক খুলতে বাধ্য করেন। কলেজের সাবেক ও বর্তমান সাংবাদিকদের যোগাযোগের মেসেঞ্জার গ্রুপ ও সাংবাদিক সমিতির গ্রুপের সকল কথোপকথন স্কিন ভিডিও করে নেয় তারা।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার গেস্ট রুমে যেতে দেরি করায় ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী এবং ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে বেধরক পেটায় ছাত্রলীগ নেতারা। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর এর নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বিভিন্ন সাংবাদিক ও ছাত্র সংগঠন।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, সোহেলের হাত থেকে ওবায়দুকে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু সোহেলের হিংস্র আচরণের কাছে আমরা অসহায়। বাধা দিতে গেলে সে আমাদেরও মারতে আসে। এর পরদিন দুপুরে ওবায়দুর বার বার জুমার নামাজ পড়তে চেয়েছে ওকে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি। রুমে তালা দিয়ে আটকে রাখা হয়। প্রায় ১৫ ঘণ্টারও বেশী সময় নির্যাতনের পর ওকে বের করে নেয়া হয় প্রিন্সিপালের রুমে।
জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে ওবায়দুরের ফোন এখনো জব্দ। এ নিয়ে একটি তদন্ত কমিটিও করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
ঢাকা কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ মানবজমিনকে বলেন, এই বিষয়টি নিয়ে শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রোববার রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।