খেলা
ইন্টার মায়ামি ছেড়ে দেবেন মেসি, ঠিক করে ফেলেছেন নতুন ঠিকানাও
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

গত জুলাইয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মার্কিন ম্যাগাজিন ফোর্বসের খবর, নির্দিষ্ট সময় পর ইন্টার মায়ামি ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছেন মেসি। নিজের পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
গত ১৫ই জুলাই মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ‘হেরন’দের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আর্জেন্টাইন সুপারস্টার। তাছাড়া মেয়াদ শেষে চুক্তি নবায়ন করারও সুযোগ থাকছে। ফোর্বস জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে চান না মেসি। এরপর বিশ্বকাপজয়ী তারকা যোগ দিতে চান নিজের পুরনো ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। ২০০০ সালে আর্জেন্টাইন ক্লাবটি থেকেই মেসিকে বাগিয়ে নিয়ে গিয়েছিল বার্সেলোনা।
ইন্টার মায়ামির জার্সিতে ইতোমধ্যে ১২ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। এতে ১১ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]