খেলা
শচীনের যে পরামর্শে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ অপরাহ্ন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক ভারত। ঘরের মাঠের সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে দর্শকদের প্রত্যাশা পূরণের স্নায়ুচাপে ভুগবেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের ফল পক্ষে না এলে দুয়োও শুনতে হতে পারে। সব কিছুকে একপাশে ফেলে বিশ্বকাপে সাফল্য পেতে রোহিত-কোহলিদের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি পরামর্শ মনে করিয়ে দিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
সাল ২০১১- বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপের ১০ম আসর। সেবার দ্বিতীয় এবং সবশেষ বিশ্বকাপ জেতে ভারত। যুবরাজ সিং জানালেন, সেই আসরে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি পরামর্শ কাজে দিয়েছিল। সেবার ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপটি খেলেন শচীন। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলে অনেক সমালোচনা সইতে হয় টিম ইন্ডিয়াকে।
যুবরাজ সিং জানালেন, সেই ম্যাচের পর সতীর্থদের নিয়ে টিম মিটিং করেছিলেন শচীন। যুবরাজ বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর আমরা খেলায় মনোযোগ দেয়ার চেষ্টা করছিলাম। নজর ছিল বিশ্বকাপে। তখন গণমাধ্যমে আমাদের নিয়ে সমালোচনা শুরু হয়। সে সময় শচীন আমাদের ডেকে নিয়ে বলেন, ‘আমাদের টেলিভিশন দেখা বন্ধ করতে হবে। সংবাদপত্র পড়া যাবে না। যখন বিমানবন্দরে ভিড়ের মধ্য দিয়ে যাও কানে হেডফোন গুঁজে রাখো। শুধু বিশ্বকাপে নজর দাও।’ দলের সবাই তার পরামর্শ শুনেছিল, অনুসরণ করেছিল এবং এটা শেষ পর্যন্ত কাজেও দিয়েছিল।’’
৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে আয়োজক ভারতকে হট ফেভারিট ভাবা হচ্ছে। একইসঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো হেভিওয়েট দলগুলোর সম্ভাবনাও দেখছেন অনেকে। যুবরাজ সিং সেমিফাইনালিস্ট হিসেবে পাঁচ দলের সম্ভাবনা দেখছেন। তবে সাবেক ভারতীয় অলরাউন্ডারের সম্ভাব্য তালিকায় নেই পাকিস্তানের নাম। যুবরাজ বলেন, ‘অবশ্যই ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকাও। সাদা বলে প্রোটিয়াদের একটি ট্রফি দরকার।’
চোট সারিয়ে না ওঠায় অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপ দলে নিয়েছে ভারত। যুবরাজ সিংয়ের মতে, ওয়াশিংটন সুন্দরকে নেয়া উচিত ছিল। তিনি বলেন, ‘অক্ষর না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল ৭ নম্বরে কে ব্যাট করতে পারে। আমার মনে হয়, যদি অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতো তবে ভারত আরেকজন বাঁহাতি পেতো। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে নেয়া হয়নি, একইভাবে যুজবেন্দ্র চাহালকেও নেয়া হয়নি। এছাড়া আমার কাছে দলের সমন্বয় ভালোই মনে হয়েছে।’
বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন ২৪ বছর বয়সী ব্যাটার শুভমন গিল। বিধ্বংসী এই ব্যাটার ৩৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে ১ হাজার ৯১৭ রান করে ফেলেছেন। এতে ৬টি সেঞ্চুরি এবং ৯টি ফিফটি রয়েছে তার। গিলের প্রশংসায় যুবরাজ বলেন, ‘সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই স্টার। এ মুহূর্তে সে ভয়ডরহীন। দারুণ ছন্দে আছে ও। ম্যাচের দৃশ্য পাল্টে দিতে পারে গিল।’