ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দু’কূলে ছিল উৎসুক জনতার ভিড়

মনু নদীতে নৌকা বাইচ

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
mzamin

মৃতপ্রায় মনু নদী রক্ষায় সচেতনা সৃষ্টিতে এমন ব্যতিক্রমী আয়োজন ছিল। নদীমাতৃক বাংলার রূপমাধুর্যের ঐতিহ্য ধরে রাখতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে নৌকা বাইচের চমৎকার এমন আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের। বর্ণিল এই দৃষ্টি নন্দন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনকে ঘিরে মৌলভীবাজার শহর ঘেঁষে ছুটে চলা মনু নদীর দু’পাড়ে উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয়। নানা বয়সের ছেলে-মেয়ে আর নারী-পুরুষের পদভারে মুখরিত ছিল মনু তীরবর্তী প্রায় দুই কিলোমিটার এলাকা। মাঝিমাল্লার দলকে উৎসাহ জোগাতে দর্শনার্থীর ছোট-বড় নৌকাও ছিল নদীতে। দীর্ঘ প্রায় ৮ বছর পর মনুনদীর নৌকা বাইচকে ঘিরে নদী তীরের বাসিন্দসহ পৌর নাগরীকদের গেল কয়েকদিন থেকে বয়ে চলা উৎস-উদ্দীপনা ছিল লক্ষণীয়। আগের দিন থেকে দূর-দূরান্তের লোকজন নৌকা বাইচ উপভোগ করতে শহরের আত্মীয়-স্বজনদের বাসায় অবস্থান নেন। শহরজুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। নৌকা বাইচ প্রতিযোগিতা বুধবার বিকালে শুরু হলেও সকাল থেকেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে শহরের চাঁদনীঘাট ব্রিজ এলাকা থেকে বলিয়ারভাগ খেয়াঘাট পর্যন্ত মনু নদীর দুই তীরে। 

প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর বাইচালদের একই রঙের বাহারি রকমারি সাজের দৃষ্টি নন্দন আলাদা পোশাক। সুরের মূর্চনায় চেনা সুরের গানের তালে দ্রুতলয়ে বাইচালদের বৈঠার স্পন্দন। ঢোল ও তবলার তালে তালে বাইচালদের অনুপ্রাণিত করার গায়েনের চিরচেনা গান। আর এরই সঙ্গে মুসা বা কাড়ালির চমৎকার দিকনির্দেশনা। আগারীর নৃত্যের তালে দ্রুততার সঙ্গে নৌকার গতিপথ ঠিক রাখা। তাদের এমন সব মনকাড়া ক্রীড়া নৈপুণ্যের কলা কৌশলের দৃশ্য প্রাণ ভরে উপভোগ করেন দর্শনার্থীরা। নদীর দু’পাড়ে অবস্থান নেয়া দর্শনার্থীরা করতালি দিয়ে অভিবাদন জানান বাইচালদের। বুধবার বিকালে আড়াইটার দিকে মনু নদীর চাঁদনীঘাট ব্রিজ এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নদীর দুই তীর, বাসার ছাদ, গাছের নিচ ও ডালে অবস্থান নিয়ে তা উপভোগ করেন। 

নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর জালাল আহমদ ও মাসুদ আহমদের সঞ্চালনায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক,বিশিষ্ট ক্রীড়া সংগঠক আক্তারুজ্জামান, রাজনগর উপজেলার মনসুর নগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হক সেলিম, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, সালেহ আহমদ পাপ্পু, পার্থ সারথী পাল, জিমি আক্তার প্রমুখ। ফাইনাল রাউন্ড শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় হবিগঞ্জের-২টি, সুনামগঞ্জের-১টি ও মৌলভীবাজারে-৫টিসহ ৮টি নৌকার বাইচালরা অংশগ্রহণ করেন। এরমধ্যে ১ম স্থান অর্জন করে শাহ মোস্তফার তরী। নৌকাটির মালিক যুক্তরাজ্য প্রবাসী কাবুল ইসলাম। 

রাজনগরের বরগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রউফের ছেলে। তার নৌকা এ বছর সিলেট বিভাগের সবকয়টি বাইচে অংশগ্রহণ করে সবকটিতেই প্রথম স্থান অর্জন করে। কাবুল ইসলাম ৩০ বছর থেকে পিতার সখের এই ঐতিহ্য ধরে রাখতে তিনি ১২০ জন বাইচাইলেকে ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তুলেছেন। জাতীয় পর্যায়েও এই নৌকাটি একবার দেশসেরা হয়েছিল বলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান। ২য় স্থান অর্জন করে বন্দুক নামের নৌকা। নৌকাটি দিশালোকের সুমন তরফদারের। আর তৃতীয় স্থান অধিকার করে রাজনগরের পাঁচগাঁওয়ের শাহ পরাণের তরী নৌকাটি। এটির মালিক ইয়ামিন আহমদ। প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, ২য় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার রঙ্গিন টেলিভিশন। নৌকা বাইচ উপভোগ করে মুগ্ধ দর্শনার্থীরা পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নদী রক্ষায় ঐতিহ্যের টানে বিনোদনের সঙ্গে সচেতনতা তৈরিতে প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানাই। এ ছাড়া মনুনদী রক্ষায় প্রকল্প গ্রহণ ও চলমান প্রকল্প সঠিক বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান দর্শনার্থী ও নদীর উপকারভোগীরা। পৌর মেয়র মো. ফজলুর রহমান আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status