বাংলারজমিন
‘সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৪ মে ২০২৫, রবিবারবিএনপির ভাইস-চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে হটিয়েছেন, ঠিক সেইভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। আপনারা সংস্কার প্রস্তাব রেখে দ্রুত নির্বাচন দেন। আপনাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করবেন গণতান্ত্রিক সরকার। উপদেষ্টাদের উদ্দেশ্য করে কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ গ্হণ করতে হতো।
কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।
এর আগে জনসভা বিকেল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিল করে সভাস'লে এসে জমায়েত হতে থাকেন। এসময় নেতাকর্মীদের নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।