বাংলারজমিন
ছাগলনাইয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ফেনী প্রতিনিধি
৪ মে ২০২৫, রবিবারফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম। নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরবসু বাদামতলী গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ছাগলনাইয়ায় দুপুরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি হয়। এসময় উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামের একটি জমিতে বেলাল মাঠে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে তার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস'লেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস'ল থেকে নিহত বেলালের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস'া চলমান রয়েছে।