বাংলারজমিন
পাবিপ্রবির ৩ আবাসিক হলের নতুন প্রভোস্ট নিয়োগ
পাবিপ্রবি প্রতিনিধি
৪ মে ২০২৫, রবিবারপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তিনটি আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। রেজিস্ট্রার দপ্তরের পৃথক পৃথক অফিস আদেশে একযোগে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। এতে ছেলেদের দুইটি আবাসিক হলের মধ্যে ছেলে হল-১ এর প্রভোস্ট পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক, ছেলে হল-২ এর প্রভোস্ট পদে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং মেয়ে হল-২ প্রভোস্ট পদে স'াপত্য বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আরজুমান্দ বানুকে দায়িত্ব দেয়া হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত ৩ হল প্রভোস্টকে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে সম্পূর্ণ অস'ায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। অফিস আদেশে আরো বলা হয়, তারা সবাই দায়িত্ব পালনের জন্য বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।