ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

চীনকে ঠেকাতে দেশে তৈরি প্রথম সাবমেরিন প্রকাশ্যে আনলো তাইওয়ান

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

দেশের মাটিতেই  প্রথম উন্নত মানের সাবমেরিন তৈরি করেছে তাইওয়ান। চীনা নৌবাহিনীর বিরুদ্ধে দ্বীপের প্রতিরক্ষা এবং প্রতিরোধকে শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাইওয়ান, যেটিকে চীন তার নিজের এলাকা বলে দাবি করে, দেশীয় সাবমেরিন প্রোগ্রামটিকে তার সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের একটি উচ্চাভিলাষী প্রকল্পের একটি মূল অংশ করে তুলেছে কারণ বেইজিং তার সার্বভৌমত্বকে জাহির করার জন্য   সামরিক অনুশীলন অব্যাহত রেখেছে ।

প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন, যিনি ২০১৬ সালে দায়িত্ব নেয়ার সময় এই পরিকল্পনার সূচনা করেছিলেন, বৃহস্পতিবার দক্ষিণের শহর কাওশিউংয়ে আটটি নতুন সাবমেরিনের মধ্যে প্রথমটি জনসমক্ষে আনেন। সাই জাহাজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, '' যতই ঝুঁকি এবং  চ্যালেঞ্জ  থাকুক না কেন, তাইওয়ানকে অবশ্যই এই পদক্ষেপ নিতে হবে এবং আমাদের জমিতে স্বনির্ভর জাতীয় প্রতিরক্ষা নীতিকে বেড়ে ওঠার প্রচেষ্টা করতে হবে। ''

প্রেসিডেন্টের মতে ,অতীতে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করা কার্যত অসম্ভব ছিল। কিন্তু আজকে দেশের মানুষের হাতে তৈরি করা সাবমেরিন সকলের চোখের সামনে। আগামী দিনে নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এই ডুবোজাহাজগুলো। প্রোগ্রামটি বিভিন্ন দেশের দক্ষতা এবং প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে–কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তাইওয়ানের জন্য এটি  যুগান্তকারী পদক্ষেপ ।

তাইওয়ান আশা করছে, ২০২৭ সালের মধ্যে অন্তত দুটি দেশীয়ভাবে উন্নত সাবমেরিন মোতায়েন সম্ভব হবে  এবং   পরবর্তী মডেলগুলিকে মিসাইল দিয়ে সজ্জিত করা হবে। প্রথম সাবমেরিন, যার মূল্য ১.৫৩ বিলিয়ন ডলার লকহিড মার্টিন কর্পোরেশনের  'যুদ্ধ ব্যবস্থা' ব্যবহার করবে এবং আমেরিকার তৈরি মার্ক ৪৮ হেভিওয়েট টর্পেডো বহন করবে।এটি ২০২৪ সালের শেষ নাগাদ নৌবাহিনীতে সরবরাহের আগে পরের মাসে সমুদ্র পরীক্ষায়  উত্তীর্ন হবে । অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং, জানাচ্ছেন সাবমেরিনগুলি  তাইওয়ানের পূর্ব উপকূল বরাবর  প্রশান্ত মহাসাগরে দ্বীপের "লাইফলাইন" বজায় রাখতে সহায়তা করতে পারে।

সূত্র : দ্য প্রিন্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status