অনলাইন
সিলেটের আবুল হত্যার ৩ আসামি নোয়াখালীর নিঝুম দ্বীপে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে সিলেটের হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। গত ২২শে সেপ্টেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জকিগঞ্জের আবুল হোসেন লিচু মিয়াকে পিঠিয়ে হত্যা করা হয়েছিল।
সিলেট জেলা পুলিশ জানিয়েছে, নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনার পর নিহতের স্ত্রী বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। এ মামলার মুল তিন আসামি ছিল উপজেলার মঙ্গলশার গ্রামের ছয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ ও জুবেল আহমদ। খুনের ঘটনার পরপরই তারা সিলেট থেকে পালিয়ে যায়। এরপর তারা অবস্থান নিয়েছিল নিঝুম দ্বীপে।
তবে ঘটনার পরপরই জকিগঞ্জ থানা পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছিল। একই সঙ্গে আসামি চায়না বেগমকে গ্রেপ্তার করে। এরপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অনুসন্ধান শুরু হয়। প্রযুক্তিগত ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গ্রেপ্তার করা হয় জাকারিয়া, মামুন ও জুবেলকে।
পুলিশ জানিয়েছে, নিহত আবুল হোসেন লিচু মিয়ার সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে আসামিরা আবুলকে হুমকি দিলে তিনি জুমার নামাজ না পড়ে বাড়িতে অবস্থান করেন। একই দিন দুপুরে আসামিরা ফের তার বাড়িতে আসে এবং চার বছরের ছোট ছেলেকে পেয়ে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ সময় ঘরে থাকা আবুল হোসেন বেরিয়ে এলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।