অনলাইন
পাবনা মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার পাবনা থেকে
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১০ পূর্বাহ্ন

পাবনাবাসীর বহু আকাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার পাবনার হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মাহেন্দ্রক্ষণ। হাসপাতালটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি নিয়ে মাথা ঘামায়নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সঙ্গে একটি আধুনিক হাসপাতাল থাকে। স্থানীয় প্রতিনিধি কেউ এ বিষয়ে কখনো দৃষ্টিগোচর করেনি। আমি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এনে এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেটি ইতিমধ্যে একনেকে অনুমোদন হয়েছে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অতি দ্রুত এই হাসপাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রেসিডেন্ট।’
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান প্রেসিডেন্ট। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বিকাল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
আগামীকাল শুক্রবার সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন প্রেসিডেন্ট।