অনলাইন
গেস্টরুমে আসতে দেরি হওয়ায় সাংবাদিককে মারধর করলো ছাত্রলীগ কর্মীরা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৪ অপরাহ্ন

গেস্ট রুমে আসতে দেরি হওয়ায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সদস্য ফয়সাল আহমেদকে বেধড়ক মারধর করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েজন কর্মী। বুধবার রাতে ঢাকা কলেজের শহিদ মো. ফরহাদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
প্রায় ১ ঘণ্টা ধরে গেস্ট রুমে ফয়সালকে নির্যাতন করা হয়। তিনি ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি ও কলেজটির ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। শহিদ ফরহাদ ছাত্রাবাসের থাকেন তিনি।
ঢাকা কলেজ ছাত্রলীগের ৩০শে সেপ্টেম্বরের কর্মীসভা বাস্তবায়ন করতে গেস্টরুমে মিটিং ডাকে ঢাকা কলেজের শহিদ ফরহাদ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীরা। রিডিং রুমে থাকায় গেস্টরুমে যেতে দেরি হয় ভুক্তভোগী ফয়সালের। গেস্টরুমে আসতে কেন দেরি করলো সেজন্য আসা মাত্রই তাকে চড়-থাপ্পর মারে ছাত্রলীগ কর্মী আল-আমিন এবং লাঠি দিয়ে আঘাত করে সজিব, সাগর এবং ইকরাম। এতে তার ঠোঁট ফেটে যায়। কানেও ব্যথা পান। পাশাপাশি সাংবাদিকতা করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।
নির্যাতনকারীরা সকলেই অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রলীগের হাসু ও সোহেল গ্রুপের সদস্য বলে নিজেদের পরিচয় দেন। তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের অনুসারী বলে পরিচিত।
এ বিষয়ে জানতে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা রউফুর রহমান সোহেল বলেন, বিষয়টা শুনেছি। এখানে কোনো অনুসারী নয় প্রত্যেকে ছাত্র হিসেবে থাকে। তারা সিনিয়র জুনিয়র দুই ব্যাচ একসঙ্গে বসেছিল। একজন সময়ের বিলম্ব করায় তাদের কথা-কাটাকাটি হয়। তখন একটা চড় দিয়েছে। তবে ঘন্টা ধরে কাউকে মারা হয় নাই।
তিনি বলেন, আমরা একসঙ্গে ক্যাম্পাসে থাকি। অনেক সময় সিনিয়র-জুনিয়র বেয়াদবি করলে তখন আমরা তাকে শাসন করি। নয়তো শৃঙ্খলার বিষয়টি থাকে না।
ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন বলেন, আমরা বিষয়টি শুনেছি। সকালে কথা হয়েছে। আলোচনা করে সমাধান করা হবে।