খেলা
এটা বাচ্চাদের মতো আচরণ, তামিম প্রসঙ্গে সাকিব
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন

বিশ্বকাপের দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। কারণ হিসেবে তার ইনজুরির কথা বলেছেন নির্বাচকরা। তবে আজ বিকেলে নির্বাচকদের দাবি সঠিক নয় বলে দাবি করেছেন তামিম। একই সঙ্গে তাকে প্রথম ম্যাচে না খেলা ও খেললে মিডল অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান এই ওপেনার। এটা নিয়েও তার কণ্ঠে অসন্তুষ্টিও শোনা যায়। তামিমের এই আচরণ বর্তমান অধিনায়ক সাকিবের কাছে বাচ্চাদের আচরণের মতো মনে হয়েছে।
দেশের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তামিমকে দেওয়া প্রস্তাবের বিষয়ে তিনি জানতেন না। তবে প্রস্তাব দেওয়াতেও কোনো ভুল দেখেন না তিনি। বরং তামিম এতে ক্ষুব্ধ হওয়ায় দলের প্রতি তার নিবেদন নিয়েই প্রশ্ন তুলেছেন সাকিব।
তিনি বলেন, ‘রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়? এটা একদম বাচ্চাদের মতো (আচরণ) হয়েছে। যে আমার ব্যাট আমি খেলবো।'
ব্যক্তিগত অর্জন নয় দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলার ইচ্ছা রাখা উচিত বলেও জানান সাকিব।
পাঠকের মতামত
তামীমের অবসর ঘোষনা ছিলো সঠিক 'সিদ্ধান্ত' ফিরে আসা চরম ভুল ও আত্নঘাতী।
বাংলাদেশের পরীক্ষিত ও প্রমাণিত ১ নম্বর ওপেনারকে ৩, ৪ বা ৫ এ খেলানোর এই উদ্ভট চিন্তা কার উর্বর মস্তিষ্ক থেকে কি উদ্দেশ্যে প্রসব হয়েছে? সব কিছুর একটা লিমিট থাকা উচিত।
ফিক্সিং কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত,অর্থগৃঘ্নু অহংকারী সাকিব কে বহিস্কার করলেই সব গোল মিটে যাবে।
আসলে যে যাহাই বলুন দুমাস আগে তামিম কেন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সেটাই আসল রহস্য এবং আজকে তামিমের সাথে যা হলো তা হচ্ছে দুমাস আগের ঘটনার চুড়ান্ত ফলাফল। অতএব খোজ নিয়ে দেখা দরকার বা তামিম নিজে গোমর ফাঁস করা দরকার দুমাস আগে তার সাথে কি হয়েছিল !!
This is Shakib at the root of everything, He wants to become a government MP
সাকিব ভাইয়ের কথার সাথে আমি একমত,
তামিমকে বাদ দেয়ায় মনে হইতেছে আফগান্তিানের সাথে ম্যাচে সাকিব জুয়াড়ীদের সাথে যোগাযোগ করেছে। যাহাতে বাংলাদেশ সে ম্যাচে হারে। এই কারণে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উচিৎ বাংলাদেশের খেলা না দেখা এবং অর্থ লোভী, স্বার্থপর, বেয়াদব সাকিবকে সর্বাবস্থায় বয়কট করা।
ক্ষমতার মসনদে বসে সাকিব অনেক লম্বা লম্বা লেকচার দিচ্ছে।তোরে যদি স্পীন ছেড়ে পেস বল করতে বলে তুই করবি ???দলের বোলাররা যখন মার খায় তখন ভয়ে তো তুই বল করতেই আসিস না । স্বৈরাচারী সরকারের দোসর বলে তুই আজ স্বৈরাচারের মতো কথা বলিস
সাকিব পাপন হাথুরাসিংহ মিলে টিমটাকে জয়বাংলা করে দিছে
কাদের সাথে খেলে আমি বিশ্বের সেরা?
তামিম প্রসঙ্গে সাকিবের মন্তব্য অগ্রহণযোগ্য। সাকিব USA দুতাবাসে কেন গেছিলে আমরা জানতে চাই। তিনি বিতর্কিত সংস্থার সঙ্গে কেন জড়িত ?
সঠিক যে দলের প্রয়োজনে যে কোন জায়গায় খেলার জন্য প্রস্তুত থাকা উচিৎ! দলের এখন মূল সমস্যাতো ওপেনিং আর এই পজিশনে ১৭ বছরের এই ওপেনারের চেয়ে ভালো এই দলে কে আছে? আপনি নিজে কেন এশিয়া কাপের মাঝপথে দল শ্রীলংকায় ফেলে রেখে আবুধাবিতে ফিতা কাটতে চলে গেলেন? এমন আচরন কি দলে বাজে প্রভাব ফেলেনা? আমার মনে হয়, দুজনের তুলনায় আপনি সাকিব শুধুমাত্র নিজের জন্য খেলেন, দলের জন্য নয়!
সাকিব নিজের স্বার্থর জন্য বাংলাদেশের মানুষকে বোকা মনে করে? সাকিব নিজেকে বাংলাদেশের মহারাজা মনে করে। আমি বলবো সাকিব একটা চরম বেয়াদব।
তাহলে দলের প্রয়োজনে বিশ্বকাপে সাকিবকে ওপেনিংয়ে ব্যাট উচিত করা।
ইনোসেন্ট চেহারার মধ্যে একজন লোভি মানুষের বসবাস সত্যি বড় বিপদ জনক! একজন প্রতিভাময়ী খেলোয়াড়ের অনেক অমানুষী আচরণকে মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেও সাকিবের মধ্যে অহংকার দিন দিন বেড়েই চলেছে!
Everybody knows Sakib is a bad-tempered cricketer. Bangladesh Cricket Controversy Board is infected by politics.
কি সব আং সাং কথাবার্তা বলো সাকিব মিয়া .. চতুরতা আর কূটনামি দেখলে তোমাকে খেলওয়াড থেকে বেশি রাজনৈতিক জুয়াডি মনে হয় কারন একজন প্রথম সারির জাতিয় অপেনারকে তুমি সাকিব নিজ পছন্দে তাকে তিন বা চারে বা পাচে তোমার ইচ্ছেমতো খেলাতে চাও তোমার সাথে যোগ দিয়েছে অর্থবো হাঁতুড়া এবং বাংলাদেশ ক্রিকেট ধংসের প্যারাসাইট পাপন।কোনদিন কেউ দেখেনি সচিনকে বা সাঈদ আনোয়ারকে আমির সোহেলকে চার বা পাচে নামিয়ে ব্যাটিং করতে -সাকিব মিয়া তুমিই একলা ক্রিকেট বুঝো আর সবাই শিশু বাচ্চা দুধভাত যেমন তোমার নেত্রি খোদ আমেরিকায় বসে বলেন আমেরিকাকে সেংশন দিবেন তুমিও তেমন দেশ সেরা অপেনারকে বলো বালক আর তুমিই শুধু পরিনত পুরুষ আসলে তুমি চুপ থাকতে পারতে এবং বিশ্ব কাপে মনোযোগ দিতে পারতে তা না করে তুমি একজন খল নায়ক হলে এবং একজন উদ্বত বেয়াদব হিসাবে জাতির কাছে আবারো নিজেকে উপস্থাপন করলে।
ওপেনিং এ কেউ ভালো করছে না। তাহলে কি প্রয়োজনে তামিমকে নিচে ব্যাট করতে হবে।
"কেন প্রস্তাব দেওয়া হয়েছে, দলের ভালো হবে বলেই তো। এটাতে খারাপ কী হবে।"... ডিয়ার সাকিব, প্রস্তাবটা দেয়া হয়েছে টুর্নামেন্ট শুরু হবার ১৫ দিন আগে। ১৫ দিন আগে আমি কীভাবে বুঝব বিশ্বকাপের ১ম ম্যাচ তামিম না খেললে "দলের ভালো হবে"! এই ১৫ দিনে তামিম পুরো ফিট হয়ে উঠত না, হাফ-ফিটই (আপনাদের ভাষায়) থেকে যেত- এমন গ্যারান্টি আপনি দিতে পারেন?
আর ক্রিকেট মাঠে নোংরা উদ্ধত আচরণ আপনার অশালীনতার বহিঃপ্রকাশ, ক্রিকেট ছাড়ার আগেই রাজনীতিতে আসা, ব্যবসায়ী বনে যাওয়া ভীষণ ম্যাচিউরড সাকিবকে রিপ্রেজেন্ট করে !
সাকিবের উচিত তামিমকে নিয়ে সমালোচনা বন্ধ করে বিশ্ব কাপ খেলায় মনোযোগ দেওয়া। আপনি দল নায়ক এই সময় দল নিয়েই ব্যাস্ত থাকুন। বিশ্ব কাপ শেষে দেশে এসে তামিম ঝামেলা মিটিয়ে ফেলুন।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]