ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নাফিস ইকবালকেও দলে চান না সাকিব!

স্পোর্টস রিপোর্টার
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

নিয়ম মেনেই লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দিন থাকার কথা ছিল ড্রেসিংরুমে। কিন্তু হঠাৎ করেই তিনি দলকে মাঠে রেখেই চলে যান বাসায়। কেন তার এভাবে চলে যাওয়া! জানা গেছে এদিন তিনি মাঠে এলেও হঠাৎ করেই তার সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর তিনি অভিমানে মাঠ ছেড়ে চলে যান। কী সেই ঘটনা! নাফিসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান চান না নাফিস ইকবাল দলের সঙ্গে থাকুক। তার এই বার্তা কোনও ভাবে পৌঁছায় নাফিসের কাছে। আর তাতেই সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস রাগে মাঠ ছাড়েন। এর মানে স্পষ্ট বিশ্বকাপ দলেও রাখা হচ্ছে না নাফিস ইকবালকে। 

অন্যদিকে এই ঘটনার কারণ হিসেবে জানা গেছে সাকিব-তামিম দ্বন্দ্বের কথা। ছোট ভাই তামিম ইকবাল ইনজুরি আক্রান্ত। এশিয়া কাপের আগে তিনি দলের নেতৃত্ব ছাড়েন।

বিজ্ঞাপন
শুধু তাই নয়, খেলা হয়নি এশিয়া কাপেও। তবে কিছুটা ফিট হয়ে ফিরে আসেন চলতি নিউজিল্যান্ড সিরিজে। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে ৪৪ রান আসে। বলার অপেক্ষা রাখে না তার বিশ্বকাপ দলে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে হঠাৎ করেই তামিম সেই ম্যাচের পরে জানান তিনি পুরোপুরি ফিট নন। বিশ্বকাপে খেললে মাত্র ৫ ম্যাচই খেলতে পারবেন। আর এতেই আপত্তি সাকিবের। তিনি ইজুরি আক্রান্ত আনফিট কাউকে নিতে চান না বিশ্বকাপ দলে। গুঞ্জন ছড়িয়ে পড়ে বিশ্বকাপ দলে থাকছেন না তামিম। তাহলে কি ছোট ভাই খেলবেন না বলেই নাফিসের রাগ। নাকি অন্য কিছু! দলের কয়েকটি সূত্রে জানা গেছে নাফিসের বিপক্ষে সাকিবের অভিযোগ রয়েছে। তিনি নাকি দলের অনেক তথ্য পাচার করেন বাইরে। আর এই কারণে সাকিব চান না তামিমের বড় ভাই নাফিসও থাকুক দলের সঙ্গে! বিসিবির একটি সূত্র জানিয়েছে- ‘বিশ্বকাপের আগে এমন ঘটনা কোনভাবে মেনে নেয়ার মতো নয়। আমরা চাইবো এর সুষ্ঠু সমাধান হোক। তবে সাকিবের চাওয়া বলে কথা- নাফিসের আর জাতীয় দলের সঙ্গে থাকার সুযোগ নেই। 

প্রশ্ন হচ্ছে তাহলে দলের ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার হিসেবে কে যাচ্ছেন বিশ্বকাপে। একটি সূত্রে জানা গেছে এই সমস্যা সমাধানে দলের ম্যানেজার হিসেবে বিসিবি’র কোনও পরিচালককেই বিশ্বকাপে দেখা  যেতে পারে। তবে তিনি কে হবেন সেটি এখনো জানা যায়নি।

 

পাঠকের মতামত

আমরা বিসিসি, অধিনায়ক এবং খেলোয়াড়দের কাছ থেকে আরও পেশাদারিত্ব চাই

Md. Monirul Islam
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৬:৩৪ পূর্বাহ্ন

shakib is not a good background guy. He always play dirty politics in Bangladesh team.

MD.IFTEKHAR AHMED CH
৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:১৮ পূর্বাহ্ন

Sakib is a tiger in Bangladesh, LITTLE MOUSE in IPL.

Big Daddy
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৭:২৭ অপরাহ্ন

ওডিআইতে যথেষ্ট পরিণত একটা দলকে দেউলিয়া বানালো এক সাকিবই,এতো ইগো এই ছেলেটার!

হোসাইন
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:৪৬ পূর্বাহ্ন

সাকিব একজন অহংকারী খেলোয়ার।

এ কে এম জামসেদ
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন

মন্তব্য করলেতো ছাপে না! তবুও লিখি, এই দলের নাম বাংলাদেশ জাতীয় দল না দিয়ে "সাকিব একাদশ" করার দাবি জানাচ্ছি।

মাসউদ
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:৫০ অপরাহ্ন

বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও। সাকিব নাকি এমনও বলেছেন, আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। প্রথম আলো ঃ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০১

anwar
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:০৭ অপরাহ্ন

Let see what our team performance in this world cup? We might be get cup this 2023 world cup?

T M Atiqur Rahmans
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:০৬ অপরাহ্ন

সাকিব! জাতি তোমার সব উদ্ধত আচরণ ও অসভ্যতা মেনে নিয়েছে এবং আজও তা হজম করছে,তবে চেয়ে থাকবে বিশ্বকাপে তোমার দলের পারফরম্যান্সের দিকে, ভালো করলে সব ভুলে যেতে পারে। কিন্তু তা না হলে কি হবে? থাক! যদি টা তোমার জন্য তোলা থাকলো! মনে রাখবে তুমি তামিমের মতো দেশের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার যিনি দলের নিয়মিত অধিনায়ক তিনি ইনজুরিতে পড়েছিলেন বলেই তুমি অধিনায়ক হতে পেরেছ! তুমি ভাগ্যবান! তার শেষ বিশ্বকাপটাকে তুমি রাঙ্গাতে দিলে না! মনে রেখো তোমাকেও একদিন বিদায় নিতে হবে! হতে পারে এটা তোমারও শেষ বিশ্বকাপ ।

Sakhawat
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৭:০১ অপরাহ্ন

সাকিব ও পাপন পদত্যাগ করলে ক্রিকেট আবার প্রাণ ফিরে পাবে।

Digital
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৪৭ অপরাহ্ন

What is the role of nafis Iqbal in team. What was he before. He is in the team only for tamim Iqbal and akram khan that is clear. I would like to request bd media pls do not spoil bd cricket for your sake of TRP.

Riaz
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:৩৫ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status