ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজি’র বড় জয়ে এমবাপ্পের চোট

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারmzamin

রোববার মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে লীগ ওয়ানের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে  লুইস এনরিকের দল। তবে এই ম্যাচেও তাদের সঙ্গী হয়েছে দুঃশ্চিন্তা। কারণ, এই ম্যাচের মধ্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এনরিকের কাছে এমবাপ্পের চোট গুরুতর মনে হচ্ছে না। লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার তাড়না, ১০ দিন পর চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচ নিউক্যাসলের মাটিতে। অথচ এর মধ্যে এমবাপের এভাবে মাঠ ছেড়ে চাওয়া এনরিকের কপালে চিন্তার ভাজ ফেলেছে। এদিন পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ৩৩তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। ম্যাচ শেষে এই  দলের রেজাল্টের চেয়ে এমবাপের চোট নিয়েই বেশি কথা বলতে হয়েছে তাকে। তবে গুরুতর নয় বরং ফরাসি তারকাকে সেফ রাখতেই উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
এনরিকে বলেন,  ‘গুরুতর কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, ব্যথা আছে। ওকে সুরক্ষার জন্যই মাঠ থেকে উঠিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় না এটা বড় কোনো ব্যাপার। দিন শেষে সবই ঠিকঠাক।’ এর আগে এদিন ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। আশরাফ হাকিমির নেওয়া শট তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না মার্শেই গোলরক্ষকের। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন র‌্যান্ডল কোলো মুয়ানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৪৭তম মিনিটে ওসমান দেম্বলের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এমবাপ্পের বদলি হিসেবে নামা গনসালো রামোস। ম্যাচের ৮৯তম মিনিটে নিজের জোড়া গোলের সঙ্গে পিএসজির গোল এক হালি পূর্ণ করেন রামোস। 
৬ ম্যাচে ১ হার, ৩ জয় ও ২ ড্র-তে ১১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রেস, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। আগামী শনিবার লীগের পরের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ক্লেরমঁ। নিউক্যাসলের মাঠে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচ বুধবার।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status