খেলা
মাদ্রিদ ডার্বিতে হার রিয়ালের
‘তিনটা গোল যেন একটি আরেকটির ফটোকপি!’
স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
লা লিগায় চলতি মৌসুমে প্রথম ৫ ম্যাচে টানা জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। অথচ সেই দলটিকেই ডার্বিতে রীতিমতো বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের ৫ ম্যাচে ৩ গোল হজম করা রিয়াল এদিন এক ম্যাচেই হজম করে সমানসংখ্যক গোল। রোববার স্প্যানিশ লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে ৩-১ গোলে পরাজিত হয় রিয়াল। ম্যাচ শেষে নিজেদের রক্ষণের সমালোচনা করতে গিয়ে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘তিনটা গোল যেন একটি আরেকটার ফটোকপি!’ অ্যাটলেটিকোর হয়ে এদিন জোড়া গোল করেন আলভারো মোরাতা। বাকি গোল আসে আতোয়ান গ্রিজমানের পা থেকে। রিয়ালের হয়ে ব্যবধান কমানো গোল করেন টনি ক্রুস। চলতি মৌসুমে লা লিগায় এটা রিয়ালের প্রথম হার।
এমন হারের পর সংবাদ সম্মেলনে নিজেদের রক্ষণভাগকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আনচেলোত্তি। তিনি বলেন, ‘আমার মনে হয় না আক্রমণভাগে আমাদের সমস্যা ছিল। আক্রমণের চেয়ে রক্ষণে সমস্যা বেশি ছিল।
এদিন রিয়াল ৩টি গোলই হজম করেছে হেড থেকে। এর জন্য রক্ষণের খেলোয়াড়দের ঠিক জায়গায় না থাকাকে দায়ী করছেন আনচেলোত্তি। রিয়ালের এই ইতালিয়ান কোচ বলেন, ‘তিনটা গোল যেন একটি আরেকটার ফটোকপি! পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’
এদিন ৪-১-২-১ ফরমেশনে দল সাজান আনচেলোত্তি। কিন্তু হারের পর এটা নিয়ে রিয়াল সমর্থকদের সমালচনার মুখে পড়েছেন তিনি। যদিও তার কাছে ফরমেশন নয় রক্ষণভাগই বেশি দায়ি হারের জন্য। তিনি বলেন, ‘ফরমেশন ভুল ছিল না। মাঝমাঠে আমরা ভালোই খেলেছি। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালো মতো খেলতে পারিনি। তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। অ্যাটলেটিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ব্রাজিলিয়ান সতীর্থ স্যামুয়েল লিনোর ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন মোরাতা। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজমান। গোলের ধরণ একই, হেড। এবার স্প্যানিশ ফুটবলার সাউলের ক্রসে গোল করেন ফরাসি ফুটবলার।
৩৫তম মিনিটে এক গোল শোধ করে রিয়াল। অ্যাটলেটিকোর বক্সের বাইরে থেকে গোলার মতো শটে লক্ষ্যভেদ করেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। গোলরক্ষক অবলাকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
৪৫তম মিনিটে রুডিগারের গোলে সমতায় ফেরে রিয়াল। তবে ভিএআরে দেখা যায় বল ধরার সময় তিনি অফসাইডে ছিলেন। ফলে গোল বাতিল করে দেন রেফারি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রিয়াল ডাগআউটকে। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল হজম করে রিয়াল। সাউলের জোড়া অ্যাসিস্টে আবারও হেডে নিজের জোড়া গোল করেন মোরাতা। এরপর একাধিক চেষ্টা করলেও আর সমতায় ফিরতে পারেনি রিয়াল। এই হারের পর ৬ ম্যাচে ৫ জয় নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৫ জয় ও এক ড্র-তে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তালিকার দ্বিতীয় স্থানে জিরোনা (১৬) ও চতুর্থ স্থানে রয়েছে অ্যাথলেটিক বিলাবাও (১৩)।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]