ঢাকা, ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ছাত্রলীগ নেত্রী বললেন, আওয়ামী পরিষদ থেকে ভিসি নিয়োগ দেয়া শেখ হাসিনার ভুল

অনলাইন ডেস্ক

(২ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৬ অপরাহ্ন

mzamin

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেত্রী। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ছোট করে প্রতিনিয়ত নিউজ করছে সাংবাদিকরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা বলছে না। আপনারা যদি ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে না থাকেন তাহলে আমি বলবো ভিসি-প্রোভিসি ও প্রক্টর ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত।
শনিবার রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন মন্তব্য করেন তিনি। ওই নেত্রীর নাম ফারজানা শশী। তিনি মন্নুজান হলের সাধারণ সম্পাদক। 

লাইভে শশী বলেন, বিগত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালসহ সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে একটাই নিউজ দেখা যাচ্ছে। নিউজে এতো লাল-নীল-হলুদ রংঢং দিয়ে সাংবাদিকতা করা উচিত নয়। ছাত্রলীগ নেত্রীদের হলে সাম্রাজ্য দ্বারা কী বুঝাচ্ছেন আপনারা। সাংবাদিকতা করবেন স্মার্ট সাংবাদিকতা করেন। ছাত্রলীগের ট্যাগ লাগাতে পারলেই আপনাদের নিউজ হিট।
তিনি বলেন, সাংবাদিকরা আমাদের পেছনে যেভাবে লেগেছে হাঁটলেও এখন ভয় করে।

বিজ্ঞাপন
ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলেও ভয় লাগে কখন জানি বলে এ নেত্রীর টাকার উৎস কোথায়। আরে ভাই লিপস্টিক কেনার টাকা আমার পরিবার আমাকে দিতে পারবে না? সাংবাদিকরা কখন কী নিউজ করে দেয় এ ভয়ে মানুষের সঙ্গে একটু জোরে কথা পর্যন্ত বলি না আমরা।
তিনি আরও বলেন, হলের যারা নেতৃত্বে থাকে তারা একটু অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়েই থাকে। যেখানে আমাদের দল শেখ হাসিনা সরকার এখনো ক্ষমতায় আছেন। যে দলই ক্ষমতাই থাকে তারা একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এটাই স্বাভাবিক। এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ছাত্রদলের নেতাকর্মীরা পেয়েছে, শিবিরের নেতাকর্মীরা পেয়েছে।
লাইভে আসার বিষয়ে জানতে চাইলে ফারজানা শশী বলেন, কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগ নেত্রীদের নিয়ে অতিরঞ্জিতভাবে নিউজ করে যাচ্ছে সাংবাদিকরা। নিরপেক্ষভাবে সত্যটা তুলে ধরতে সাংবাদিকদের উদ্দেশে লাইভে আসি।

 

পাঠকের মতামত

অনেকের মুখে উল্টো কথা শোনা যাচ্ছে যা এতদিন মোটেও শোনা যায়নি। এতদিন সবাই দলবাজিকেই বড় মনে করতেন করেছেন। এখন উল্টো বয়ানও আসছে, মনে হতে পারে এরা সাধু, তা মোটেও নয়। এসব হচ্ছে ঠেকায় পড়ে ঠেলার নাম বাবাজি।

Nazma Mustafa
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:৫১ অপরাহ্ন

কি সুবিধা? মারামারি কাটাকাটি?

আজাদ আবদুল্যাহ শহিদ
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:১২ পূর্বাহ্ন

"যে দলই ক্ষমতাই থাকে তারা একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এটাই স্বাভাবিক।" বিএনপি করেছে তাই আওয়ামীলীগও করবে, বিএনপি হাগু খেলে আওয়ামীলীগেরও খেতে হবে? তাহলে বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে তফাৎ কি হলো? ভালো কাজের শুরু শুরু কেউ না কেউ করবে কিন্তু কে করবে। এজন্যেই আওয়ামী বিএনপির বাহিরে তৃতীয় শক্তির দরকার, যে বলবে না যে বিএনপি করেছে আমরা করলে ক্ষতি কি.

জেক
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:২২ পূর্বাহ্ন

ভিসি নিয়োগ দেয় তো রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর কী দায়! ছাত্রনেত্রী তো সীমা ছাড়িয়ে গেছে!

কে. জামান
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ২:৩২ পূর্বাহ্ন

ভোগের নেশায় মত্ত লালসা চরিতার্থকারী অথবা চেষ্টাকারী - কোনটাকেই আমি মানুষের নিকৃষ্ট পর্যায়ের কাতারেও ফেলতে পারিনা। জন্তু বললে ভুল হবে কিনা সেটা ও জানিনা।

শওকত আলী
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১:৪১ পূর্বাহ্ন

ভিসা নীতির ফাযায়েল ইতোমধ্যেই দেখা দিতে শুরু করেছে দেখছি

Anamul Hasan
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১০:৩২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status