খেলা
ফাইনাল খেলা হলো না বাংলাদেশের
সামন হোসেন, হাংজু (চীন) থেকে
(২ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

টানা কয়েক দিনের বৃষ্টির পর হেসেছে হাংজুর আকাশ। তবে হাসেনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের ব্যাট। তাদের ব্যাটিং ব্যর্থতায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে মাত্র ৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। পাঁচজন ব্যাটার ফিরেছেন শূন্য রানে। একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ডাবল ফিগার স্পর্শ করেছেন। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১২ রান। জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট মাঠে বাংলাদেশের দেয়া টার্গেট ভারত টপকেছে মাত্র দুই উইকেট হারিয়ে। এশিয়ান গেমসের আগের এই আসরে ফাইনাল খেলে রৌপ্য জিতেছিলো বাংলাদেশ । এবারও ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে নিয়ে হাংজু এসেছিল নারী দল। বৃষ্টির কল্যাণে না খেলা সেমিফাইনালে উঠা জ্যোতিরা এনিয়ে হতাশ করেছে চরমভাবে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]