খেলা
ফাইনাল খেলা হলো না বাংলাদেশের
সামন হোসেন, হাংজু (চীন) থেকে
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

টানা কয়েক দিনের বৃষ্টির পর হেসেছে হাংজুর আকাশ। তবে হাসেনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের ব্যাট। তাদের ব্যাটিং ব্যর্থতায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতকে মাত্র ৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। পাঁচজন ব্যাটার ফিরেছেন শূন্য রানে। একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ডাবল ফিগার স্পর্শ করেছেন। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১২ রান। জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিকেট মাঠে বাংলাদেশের দেয়া টার্গেট ভারত টপকেছে মাত্র দুই উইকেট হারিয়ে। এশিয়ান গেমসের আগের এই আসরে ফাইনাল খেলে রৌপ্য জিতেছিলো বাংলাদেশ । এবারও ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে নিয়ে হাংজু এসেছিল নারী দল। বৃষ্টির কল্যাণে না খেলা সেমিফাইনালে উঠা জ্যোতিরা এনিয়ে হতাশ করেছে চরমভাবে। যার শুরুটা হয়েছে জ্যোতির টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তের মধ্যদিয়ে। টানা কয়েক দিনের বৃষ্টিতে আউটফিল্ডের অবস্থা ভালো ছিলো। উইকেটও ছিলো স্যাঁতস্যাঁতে। এই সুযোগটাই কাজে লাগান ভারতের বোলাররা। শূন্যরানে প্রথম, একরানে দ্বিতীয় এবং ১৮ রানে তৃতীয় উইকেট হারায় লাল সবুজের মেয়েরা। পুরো ইনিংসে সর্বাধিক রান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির, সেটাও মাত্র ১২। দ্বিতীয় সর্বোচ্চ রান ( নাহিদা আক্তারের। শূন্যরানে ফিরেছেন সাথী রানী, শামীমা সুলতানা, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। ভারতীয় ডানহাতি মিডিয়াম পেসার পূজা বস্ত্রাকরের হাতেই ধ্বসে পড়ে টপ অর্ডার। চার ওভার বল করে মাত্র ১৭ রানের খরচায় তুলে নেন চার উইকেট। বাংলাদেশের দেয়া টার্গেট টকপাতে ভারত সময় নিয়েছে মাত্র ৮.২ ওভার। হারিয়েছে দুই উইকেট। বাংলাদেশের উইকেট দুটি পেয়েছেন মারুফা আক্তার ও ফাহিমা খাতুন। আগামীকাল ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালের পরাজিতের সঙ্গে খেলবে বাংলাদেশ।