খেলা
বিশ্বকাপে কে কত টাকা পাবে?
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:০০ অপরাহ্ন

দুই সপ্তাহেরও কম সময় পর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে এবারের আসরের প্রাইজ মানি বা অর্থ পুরস্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিস। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে প্রাইজমানি থাকছে এক কোটি মার্কিন ডলার।
৪০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি টাকা) বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। রানার্সআপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা)।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৬ দল পাবে ১ লাখ ডলার করে। প্রথম রাউন্ডে খেলা হবে ৪৫টি ম্যাচ। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সব মিলিয়ে ৪৫টি ম্যাচের বিজয়ী দলের জন্য অর্থ পুরস্কার ১৮ লাখ ডলার।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]