ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

সেমিতে জ্যোতিদের প্রতিপক্ষ সেই ভারত

সামন হোসেন, হাংজু (চীন) থেকে
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারmzamin

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হাংজুতে। বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল। যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হয় থাইল্যান্ড। এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে প্রথম কোয়ার্টার ফাইনাল মাঠে নামানো গেলেও ভেস্তে গেছে বাংলাদেশ-হংকংয়ের দিনের দ্বিতীয় ম্যাচটি। আগের দিন বৃষ্টির কারণে বাতিল হয় ভারত-মালয়েশিয়া ও পাকিস্তান ইন্দোনেশিয়ার মধ্যকার দুটি কোয়ার্টার ফাইনাল। কাল ম্যাচ বাতিল হলেও বাংলাদেশের অসুবিধা হয়নি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে। হাংজু শহরটা গাছপালায় ভরা। বড় সড়কের পাশেও রয়েছে গাছের সারি। জিজিয়াং প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের ক্যাম্পাস পাহাড় ঘেরা পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক প্রান্তে পাহাড়ের কোল ঘেষে ছোট্ট ক্রিকেট মাঠ। এক প্রান্তে কয়েকশ’ জনের গ্যালারি। বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত এই খেলার দর্শক। সকালে দশর্ক উপস্থিতিতেই থাইল্যান্ডকে ৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১৪ আসরের স্বর্ণ জয়ী শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের খেলা আর তাদের দেখার সুযোগ হয়নি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ম্যাচটি মাঠে গড়াতে পারেননি আম্পায়াররা। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হয়। ওই ম্যাচ শেষে বৃষ্টি বাড়ে। কাভার দিয়ে ঢেকে রাখা হয় পিচ। রিজার্ড ডে না থাকায় আম্পায়াররা শেষ পর্যন্ত দুই ঘণ্টা অপেক্ষা করেন। পরে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। যদিও না খেলে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় খুশি নন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

হাংজু এসে বৃষ্টির কবলে পরে হোটেলবন্দি থাকা এই উইকেটকিপার-ব্যাটার গতকাল আক্ষেপ করে বলেন, ‘আমরা প্রফেশনাল ক্রিকেটার হিসেবে ম্যাচটা খেলতে চেয়েছিলাম। খেলে জিতে সেমিফাইনালে গেলে ভালো লাগতো। তবে প্রকৃতির ওপর কারো হাত নাই। তাই খারাপ লাগছে। আমরা খেলার প্রস্তুতি নিয়েই এসেছিলাম। তাই কিছুটা হতাশ। তবে এখন আমরা সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছি।’ ভারতের সঙ্গে মাস চারেক আগে দেশের মাটিতে সিরিজ খেলেছে বাংলদেশ। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ড্র করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। ওই সিরিজে আম্পয়ারিং নিজে বাজে মন্তব্য করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। নিষেধাজ্ঞার কারণে এশিয়ান গেমসের সেমিফাইনালে খেলতে পারছেন না ভারত অধিনায়ক। সেই ভারতের সঙ্গে কাল সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। 

এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দেখুন আমরা প্রতিপক্ষ নয়। আমরা চিন্তা করছি নিজেদের নিয়ে। আমরা সবশেষ ম্যাচে ভারতকে হারিয়েছিলাম। আমার মনে হয় আগামীকাল যারা বেটার ক্রিকেট খেলবে তারা জিতবে। এখানে ভারত কোনও বিষয় না।’ এশিয়ান গেমসে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় সংগীত বাজাতে চান জ্যোতি। তিনি বলেন, ‘গেমসে যে দেশ সোনার মেডেল জেতে তাদেরই জাতীয় সংগীত বাজে। আমরা অবশ্যই চাইবো স্বর্ণ পদক জিতে আমাদের জাতীয় সংগীত বাজাতে। সেটা করতে পারলে দেশের জন্য গৌরবের বিষয় হবে। জার্কাতায় অনুষ্ঠিত সবশেষ এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসের সেমিফাইনালে বৃষ্টির কারণে কপাল পুড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ফাইনাল বৃষ্টির বাধায় পরলে টসে নিস্পত্তি হয় মেডেলের। সেখানে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে রৌপ্যতে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডেও রৌপ্য জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ভারতকে হারিয়ে ফাইনাল খেলার চ্যালেঞ্জ জ্যোতিদের। এদিকে ৪ঠা অক্টোবর এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status