খেলা
‘ঠিক সময়েই ফিরেছে মোস্তাফিজ’
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবারএশিয়া কাপে প্রথম ম্যাচ খেলার পর বসেছিলেন টানা তিন ম্যাচ। এরপর আবার সুযোগ পান ভারতের বিপক্ষে শেষ ম্যাচে। ওই ম্যাচে ভালো বোলিং করা মোস্তাফিজুর রহমান ধারাবাহিকতা ধরে রেখেছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও শেষে মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ হন টাইগারদের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস। তার মতে একদম ঠিক সময়ে ফর্মে ফিরেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি মোস্তাফিজ। দলীয় ১৬ রানে নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি।
হেনরি নিকোলস আর উইল ইয়ং উইকেটে মানিয়ে গেলে তখনও ব্রেক থ্রু এনে দেন ফিজ। হেনরি নিকোলসকে ফিরিয়ে ভাঙেন ৯৭ রানের জুটি। এই বাঁহাতি পেসারের এমন পারফর্মেন্সে বেজায় খুশি পোথাস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পোথাস বলেন, ‘দারুণ ব্যাপার এটি। ফিজ (মোস্তাফিজ) নতুন বলে ছন্দ ফিরে পেতে মাসখানেক ধরেই খেটে যাচ্ছে। অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের পেস বোলিং কোচ) সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছেন।’
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। পেস আক্রমণে অন্যতম অস্ত্র ইবাদত হোসেন ছিটকে গেছেন দল থেকে। এরপর মোস্তাফিজের অফফর্ম বাড়তি চিন্তায় ফেলে দিচ্ছিল টিম ম্যানেজমেন্টকে। পোথাস বলেন, ‘(মোস্তাফিজ) ফর্মে ফিরেছে, ঠিক বিশ্বকাপের আগে, একেবারে উপযুক্ত সময়ে। তার জন্য অনেক ভালো লাগছে আমাদের।’
একই সঙ্গে এদিন ডেথ বোলিংয়ে মোস্তাফিজের সামর্থ্যের কথা মনে করিয়ে দেন পোথাস। তিনি বলেন, ‘আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’
এদিন প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসাও আদায় করেছেন মোস্তাফিজ। নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন বলেন, ‘মোস্তাফিজ বেশ ভালো বোলিং করেছে, নতুন বলে সিমে হিট করেছে। আর বল পুরোনো হয়ে গেলে তো গতি কমে আসবেই।’
প্রথম ম্যাচে বল হাতে ভেলকি দেখান স্পিনার নাসুম আহমেদও। জোড়া উইকেট শিকার করা এই স্পিনারের প্রশংসা করতে ভোলেননি পোথাস। তিনি বলেন, ‘নাসুম সাদা বলে মানসম্পন্ন বোলার। এশিয়া কাপে দেখেছি, এখানেও দেখেছি। সে কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে, উইকেট পড়েছে ভালোভাবে। গতি ও লাইন উপযুক্ত ছিল তার। প্রতি ম্যাচেই আত্মবিশাস ও অভিজ্ঞতা বাড়ছে তার। সে খুব দ্রুত শিখতে পারে, আমরা তাকে নিয়ে খুশি।’