খেলা
ড্রাফটে সর্বোচ্চ দাম মুশফিকের
স্পোর্টস রিপোর্টার
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের ড্রাফটে। সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সবাইকে। এবারের প্লেয়ার্স ড্রাফটে মুশফিকুর রহীমকে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে । তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন মুশফিক। এবার তাকে দলে রাখেনি তারা। এই ক্যাটাগরির অন্যান্য ক্রিকেটার লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালরা দল পেয়েছেন আগেই। এর মধ্যে সাকিব ফরচুন বরিশাল ছেড়ে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে আর সাকিবের জায়গায় তামিমকে দলে ভিড়িয়েছে বরিশাল। আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদারআছেন বি ক্যাটাগরিতে।
সি ক্যাটাগরিতে থাকা ১৮ জন ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৩০ লাখ টাকা। মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলামরা এই ক্যাটাগরির উল্লেখযোগ্য নাম। ৩১ জন ক্রিকেটার রয়েছেন ‘ডি’ ক্যাটেগরিতে। যেখানে উল্লেখযোগ্যরা হলেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান শুভ। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে ২০ লাখ টাকা। ‘ই’ ক্যাটেগরিতে সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার রাখা হয়েছে। যেখানে রয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের মতো ক্রিকেটাররা। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা।
১০ লাখ টাকা পারিশ্রমিকের এফ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক। সর্বনিম্ন জি ক্যাটেগরিতে রাখা হয়েছে ৪৫ জন ক্রিকেটারকে। এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।
বিপিএলের এবারের ড্রাফটে দেশীয় খেলোয়াড়দের তালিকা
ক্যাটাগরি ‘এ’ (৮০ লাখ টাকা) - মুশফিকুর রহীম
ক্যাটাগরি ‘বি’ (৫০ লাখ টাকা)- আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, রনি তালুকদার এবং ইমরুল কায়েস।
ক্যাটাগরি ‘সি’ (৩০ লাখ টাকা)- ইরফান শুক্কুর, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আল আমিন হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, শামীম হোসেন পাটোয়ারি, নাঈম হাসান, নাইম শেখ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরি।
ক্যাটাগরি ‘ডি’ (২০ লাখ টাকা)- অলক কাপালি, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলী, আলাউদ্দিন বাবু, এনামুল হক জুনিয়র, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম অমি, কামরুল ইসলাম রাব্বি, সৈকত আলী, সাইফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মার্শাল আইয়ুব, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরি, নাইম ইসলাম, রেজাউর রহমান রাজা, রবিউল হক, রিপন মণ্ডল, সৌম্য সরকার, শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম, সুমন খান, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম।
ক্যাটাগরি ‘ই’ (১৫ লাখ টাকা)- আনিসুল ইসলাম ইমন, অমিত হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আব্দুল হালিম, আসিফ হাসান মিতুল, আবু সায়েম, এনামুল হক জুনিয়র, আলিস আল ইসলাম, একেএস স্বাধীন, আসাদুজ্জমান পায়েল, আব্দুল্লাহ আল মামুন, অমিত মজুমদার, ফরহাদ হোসেন, ফারদিন হোসেন অনি, আবিদুর রহমান সোহান, ইমরানুজ্জামান, জাবিদ হোসেন, জুবায়ের হোসেন লিখন, জাহিদ জাভেদ, জসিমউদ্দিন, জাওয়াদ রোয়েন, কাজী অনিক, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক, আব্দুল মজিদ। মিজানুর রহমান, মুনিম শাহরিয়ার, মনির হোসেন, তানবীর হায়দার, ইলিয়াস সানী, আল আমিন জুনিয়র, মেহেদি মারুফ, মোহর শেখ অন্তর, মাইশুকুর রহমান, মোহাম্মদ শরিফুল্লাহ, হাসান মুরাদ, নাঈম ইসলাম জুনিয়র, মাসুম খান টুটুল, মুশফিক হাসান, মাহফিজুল ইসলাম রবিন, মহিউদ্দীন তারেক, মানিক খান, আশিকুজ্জামান, মঈন খান, নোমান চৌধুরি, নুর হোসেন সাদ্দাম, নাহিদ রানা। প্রিতম কুমার, পারভেজ হোসেন ইমন, পিনাক ঘোষ, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহরাওয়ার্দী শুভ, সাকলাইন সজীব, সালমান হোসেন, সালাউদ্দিন সাকিল, সাজ্জাদুল হক রিপন, শামসুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাব্বির, শাহনুর রহমান, সাব্বির হোসেন, সায়েম আলম, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, রুবেল মিয়া, রবিউল ইসলাম রবি, রুয়েল মিয়া, রায়হান উদ্দীন, তৌহিদ তারেক খান, তাইবুর রহমান, জাহিদুজ্জামান খান।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]