খেলা
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি’র) খোলোয়াড়রা। আর সামান্য ব্যবধানে জয় অর্জনে ব্যর্থ হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) খোলোয়াড়রা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান পিএসসি, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এইচ এম হাফিজুর রহমান এসপিপি পিএসসি, ঠাকুরগাঁও হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল ডা. রাশিদুল ইসলাম, ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদসহ অনেকে। এ বিষয়ে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম জানান, কাবাডি খেলা উপমহাদেশে জনপ্রিয় জানিয়ে সৈনিকদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]