ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বিসমিল্লাহ বলে শুকরের মাংস খাওয়ায় টিকটকারের ২ বছর জেল

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

mzamin

‘বিসমিল্লাহ’ বলে শুকরের মাংস খাওয়ার অপরাধে এক টিকটক তারকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই টিকটকারের নাম লীনা লুৎফিয়াবতী। যদিও যেই ভিডিওর কারণে তাকে সাজা দেয়া হয়েছে তা গত মার্চ মাসে আপলোড করা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে লীনা শুকরের মাংস খাচ্ছেন। কিন্তু ওই মাংস খাওয়ার আগে তিনি ‘বিসমিল্লাহ’ বলে ফেলেন, যা মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শব্দ। আর এ নিয়েই ইন্দোনেশিয়ার ইসলামপন্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লীনাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সিএনএন জানিয়েছে, ইন্দোনেশিয়ার একটি আদালতে লীনা দোষী সাব্যস্ত হয় এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ২৫০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত তিন মাসের সাজা ঘোষণা করে আদালত। এদিকে সাজা ঘোষণা হতেই আদালতের মধ্যে কান্নায় ভেঙে পড়েন লীনা।

বিজ্ঞাপন
তিনি ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় টিকটকার । তার টিকটক একাউন্টের নাম ‘লীনা মুখার্জি’, যার ফলোয়ার ২০ লাখেরও বেশি। 

উল্লেখ্য, শুকরের মাংসকে অপবিত্র বলে মনে করেন মুসলিমরা । আর আরবি শব্দ ‘বিসমিল্লাহ’ মুসলিমদের কাছে পবিত্র একটি শব্দ। মূলত সে কারনেই মুসলিমদের রোষের মুখে পড়তে হয় লীনাকে। ইন্দোনেশিয়ায় এ ধরণের ঘটনা ধর্মাবমাননার অধীনে পড়ে। গত কয়েক বছরে ইন্দোনেশিয়ায় ইসলামি আইন কড়া হয়েছে। গত বছর ২৮ জন এ মামলায় গ্রেপ্তার হন।

পাঠকের মতামত

তুমি কোন ধর্মের মানুষ জানি না, যদি ইসলাম ধর্মের হও তাহলে তো এর ব্যাখ্যা তোমার জানার কথা। না জেনে কোনো বিষয়ে বলা নিজের জ্ঞানের সীমাবদ্ধতাকে প্রকাশ করে। আল্লাহ সুবহানুতা'আলা তোমার মঙ্গল করুন।

Jewel
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১:৪৮ পূর্বাহ্ন

thanks.

abdul hoque liton
২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:৩৮ পূর্বাহ্ন

আমাদের দেশে (ইন্দোনেশিয়াতেও) কত মানুষ বিসমিল্লাহ্ বলে ঘুষ খায়। তাদের কি এমন বিচার হওয়া উচিত নয় ? ঘুষওতো হারাম।

Rabbi Badal
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৬:২১ অপরাহ্ন

এদিকে সাজা ঘোষণা হতেই আদালতের মধ্যে কান্নায় ভেঙে পড়েন লীনা। Kannar drishsho loia another tiktok hobe . Aita choltei thakbe ki ajib

Kay
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

আলহামদুলিল্লাহ প্রশংসনীয় রায়।

আনছার
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৮:১৭ পূর্বাহ্ন

শুকরের মাংস খাওয়া ইসলামে কখনোই সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয়। কোরআনের একাধিক আয়াতে উল্লেখ আছে খাদ্যাভাবে শুকরের মাংস খাওয়া যাবে। এই সত্যটি অধিকাংশকে আলেম দাবীদাররাই জানেনা, অথবা জেনে-বুঝেই শয়তানী কুমতলবে সত্যটা চেপে যায়। খাদ্যাভাবে বা দুর্ভিক্ষে মানুষের দুর্বল শরীরে, দুর্বল পাকস্থলী যা হজম করে শরীরে শক্তি যোগাতে পারে, সেই খাদ্য সুস্থ মানুষের শরীরের জন্য অবশ্যই নিরাপদ ও পুষ্টিকর। শুকরের প্রতি আল্লাহ কোনো বিশেষ ভালোবাসার কারণেই শুকরের বংশবৃদ্ধি অব্যাহত রাখতেই সচরাচর শুকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে। মানুষের মাংস খাওয়াও হারাম, তাই বলে কি মানুষ জঘন্য প্রাণী বলেই কি মানুষের মাংস খাওয়া হারাম, নাকি মানুষ আল্লাহর সৃষ্টির সর্বাধিক প্রিয় বান্দা বলেই মানুষের মাংস খাওয়া হারাম?

Bonggoj Bihonggo
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৫১ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়া সরকারকে ধন্যবাদ। যেমন কুকুর তাকে তেমন মুগুর দেয়ার জন্য।

মোহাম্মদ আলী রিফাই
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৭:৩০ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status