খেলা
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৯ পূর্বাহ্ন

শেষ পর্যন্ত বৃষ্টিরই জয় হলো। টানা বৃষ্টিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।
আবারও আঘাত মোস্তাফিজের, এবার ভাঙলেন জুটি
শুরুতে দুই উইকেট তুলে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন মোস্তাফিজ। এরপর উইল ইয়ং আর হেনরি নিকোলস মিলে চাপ সামলান। জমে উঠেছিল তাদের জুটি। মোস্তাফিজ নিকোলসকে ফিরিয়ে ভাঙেন জুটি। ৪৪ রান করা নিকোলস ফিরলে ভাঙে ৯৭ রানের জুটি।
মোস্তাফিজের দ্বিতীয় শিকার
টানা দ্বিতীয় ওভারে উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। এবার তার শিকার চাঁদ বৌজ।
বৃষ্টি শেষে খেলা শুরু হতেই কিউই শিবিরে মোস্তাফিজের আঘাত
বৃষ্টি শেষে খেলা শুরু হতেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজ।
খেলা শুরু ৪.৩০ মিনিটে, কমলো ৮ ওভার
বৃষ্টি বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ৪২ ওভারে। খেলা পুনরায় শুরু হবে ৪.৩০ মিনিটে।
বৃষ্টিতে খেলা বন্ধ
বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে বন্ধ আছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছে নিউজিল্যান্ড।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]