ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মায়ামির বড় জয়ের ম্যাচে মেসির চোট

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৯ অপরাহ্ন

mzamin

চোট কাটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে ফেরাটা সুখকর হলো না লিওনেল মেসির। টরেন্টোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই পুরোনো চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মেসির আগে চোটের কারণে মাঠ ছাড়েন তার স্প্যানিশ সতীর্থ জর্ডি আলবা। তবে বড় দুই তারকাকে ছাড়াই মেজর লীগ সকারে টরেন্টোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। দলটির হয়ে জোড়া গোল করেন রবার্তো টেইলর।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে দারুন একটি সুযোগ পান মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের শট গোলপোস্টের পাশ দিয়ে গেলে সুযোগ হাতছাড়া হয় মায়ামির। ম্যাচের ৩৭তম মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন জর্ডি আলবা। এর চার মিনিট পর একই কারণে মাঠ ছাড়তে হয় মেসিকেও। 

এদিন ম্যাচের প্রথমার্ধের শেষদিকে প্রথমবার লিড নেয় মায়ামি। দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন মায়ামির আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াস। মেসির বদলি হিসেবে নামা টেইলর ব্যবধান দ্বিগুন করেন ম্যাচের ৫৪তম মিনিটে। পরের দুই গোলেও ছিল তার সরাসরি অবদান। ৭০তম মিনিটে তার অ্যাসিস্ট থেকেই লক্ষ্যভেদ করেন বেঞ্জামিন ক্রামসি।

ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান ৪-০ করেন টেইলর। মেসির বদলি নেমে জোড়া গোল করা টেইলরের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। আগামী রোববার লীগের পরবর্তী ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।  
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status