খেলা
বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ভয় দেখানো হচ্ছে দাবি হারমোসোর
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবাররয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিজেদের চাওয়া অনুযায়ী পরিবর্তন না হলে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন নারী বিশ্বকাপ জেতা ২৩ জনসহ ৩৯ ফুটবলার। তাদের ধর্মঘটের মধ্যেই নেশনস লীগের জন্য দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে।
সেই দলে রয়েছেন বিশ্বকাপজয়ী দলের ১৫ সদস্য। তবে রাখা হয়নি চুমু কাণ্ডে ভুক্তভোগী জেনিফার হারমোসোকে। গত ২০শে আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেনের নারী দল। ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারমোসোর ঠোঁটে জোর করে চুমু দিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। বিতর্কের শুরু এর পর থেকেই। সেই ঘটনার পর জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত নেন স্পেনের নারী খেলোয়াড়রা। ফেডারেশনে ঢালাওভাবে পরিবর্তন আনার দাবি জানান তারা। তবে তাদের দাবি এখনও পূরণ হয়নি। এদিকে হোরমোসকে দলে না রাখার ব্যাখ্যায় কোচ মোনৎসে তোমে বলেছেন, ‘তাকে রক্ষা করতেই দলে রাখা হয়নি। এটাই তাকে রক্ষা করার সেরা উপায়।’ এই রক্ষা করার বিষয় নিয়ে অবশ্য এক্সে (টুইটার) প্রশ্ন তুলেছেন হারমোসো। মোনৎসে তোমে ব্যাখার জবাবে হেরমেসো টুইটারে লিখেন, ‘আমাকে কী থেকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে?’ এমনকি ফুটবলারদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। তিনি লিখেন, ‘ফেডারেশন ভয় দেখাচ্ছে আর হুমকি দিচ্ছে।’ খেলোয়াড়েরা নিশ্চিত, এই যে আইনি ব্যবস্থা নেওয়া আর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখানো এবং হুমকি দেওয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল।’