শেষের পাতা
লন্ডন গেলেন ফটোসাংবাদিক কাজল
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
লন্ডন গেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। কাতার এয়ারওয়েজের একটি বিমানে গতকাল ভোর ৫টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র জানায়, কাজলের ছোট ভাই পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বসবাস করেন। তিনি সেখানে উঠবেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হওয়ার পর ২০২০ সালের ১০ই মার্চ নিখোঁজ হন সাংবাদিক কাজল। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ৩রা মে বেনাপোলে তার খোঁজ মেলে। পরে তাকে সেখানেই গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৮ মাস পর জামিনে মুক্তি পান তিনি।
সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের আয়োজন করে বিএনপি’র ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই সমাবেশে দেয়া নির্যাতনের শিকার ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
।