ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সিলেটে সিএনজি পাম্পে বিস্ফোরণের ঘটনায় আরও দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন

mzamin

সিলেটের মিরাবাজারের সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া দু’কর্মচারী বাদল ও তারেক মারা গেছেন। রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা দু’জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ জনে।

এর আগে গত ১১ই সেপ্টেম্বর রাতে মারা যান ফিলিং স্টেশনের ম্যানেজার রুমেল সিদ্দিকী। গত ৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেসার নেওয়ার সময় বাল্ব বিস্ফোরণ ঘটলে দাহ্য পদার্থ গায়ে পড়ে আহত হয়েছিলেন ৯ জন। তাদেরকে ঘটনার পরদিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো। আহত হওয়া অপর ৬ জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া বাদল সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদির গাওয়ের অর্জন দাসের ছেলে ও তারেক আহমদ সিলেট সদর উপজেলার জাঙ্গাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

সিএনজি পাম্পের মালিক আক্তার ফারুক লিটন জানিয়েছেন- যারা আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসার জন্য আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। মারা যাওয়া বাদল ও তারেক তার সঙ্গে অনেকদিন ধরে কাজ করছে। এ ঘটনায় তিনি মর্মাহত বলে জানান। 

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status