ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

খেলা

এশিয়ান গেমসে সোনা জিততে আত্মবিশ্বাসী জ্যোতি

স্পোর্টস রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবারmzamin

এশিয়ান গেমসে অংশ নিতে গতকাল রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। চীনে অ্যাথলেটের মিলনমেলার অংশ হবেন জ্যোতিরা। মার্চ পাস্টের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন থেকে নারী ক্রিকেটারদের দেয়া হয়েছে লাল-সবুজ রঙের শাড়ি। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিকেটে দেশকে সোনা উপহার দিতে দারুণ আত্মবিশ্বাসী। এর আগেও তার নেতৃত্বে টাইগ্রেসরা বড় মঞ্চে উড়িয়েছেন লাল সবুজের পতাকা। কিন্তু এবার ভিন্ন কিছুর সাক্ষী হতে যাচ্ছেন তারা। যেখানে ট্রফি নয় লক্ষ্য সোনার মেডেল। তাই বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক। নিজের রোমাঞ্চ লুকাননি তিনি। জ্যোতি বলেন, ‘আমার জন্য প্রথম এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
গতবার ওভাবে করতে পারিনি। জানি না আল্লাহ পাক যদি আমাদের সুযোগ করে দেয়, আমাদের সবার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। অনেক বড় গৌরবের বিষয় হবে। কারণ এত বড় মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানো এবং আমি বলবো এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। এর আগে দুইবার বাংলাদেশ অংশহগ্রহণ করলেও জিতেছে রৌপ্য পদক। এবার চীনের হাংজুতে স্বর্ণ জেতার লক্ষ্য তাদের। ২২শে সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভারত প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা তো আছেই। তাই কাজটা সহজ হবে না। এমন গেমসে দেশের প্রতিনিধিত্ব করার আলাদা রোমাঞ্চই মনে করেন জ্যোতি। তিনি বলেন, ‘গেমসগুলোতে যেটা হয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারার অভিজ্ঞতা অন্যরকম। কিন্তু সবার সঙ্গে শেয়ার করা তো সেটা বলবো আলাদা। আমার জন্য একদমই প্রথম, আমাদের সিনিয়ররা আরও দুবার গিয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি যেটা আমার কাছে মনে হয় সবাই অনেক রোমাঞ্চিত। যারা এবার নতুন দলে যোগ হয়েছে বা একদম নতুন এসেছে তাদের জন্য বড় একটা অভিজ্ঞতার জায়গা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সি গায়ে যেখানেই হোক, এশিয়ান গেমস, এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, সেটা সবসময় আনন্দের।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status