খেলা
ব্রাইটনের বিপক্ষে হার ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন

শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে স্রোতের বিপরীতে এগিয়ে যায় ব্রাইটন। সেই গোল শোধ তো দূরের কথা উল্টো দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে রেড ডেভিলরা। শেষে এক গোল শোধ করলেও হার ঠেকাতে পারেনি এরিক টেন হাগের দল। ইংলিশ প্রিমিয়ার লীগে আজ ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিন ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় ব্রাইট। গোল করেন ইংলিশ ফুটবলার ড্যানি ওয়েলব্যাক। গোল হজম করে শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেদ। ৪০তম মিনিটে গোলও পেয়ে যায় ইউনাইটেড। কিন্তু বল টাচলাইনের বাইরে যাওয়ায় ভিএআরে গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে গোল শোধের বদলে উল্টো ম্যাচের ৫৩তম মিনিটে আরও এক গোল হজম করে ইউনাইটেড। ব্রাইটনের হয়ে গোল করেন প্যাসকাল গ্রোস।
২ মিনিট পর ইউনাইটেডের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন হ্যানিবাল মেজব্রি। এই হারের পর প্রিমিয়ার লীগে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে ইউনাইটেড।