খেলা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট
স্পোর্টস রিপোর্টার
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবারজাতির পিতা বঙ্গবন্ধুর নামে এক সঙ্গে দু’টি আন্তর্জাতিক এবং একটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করছে বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেটস ফেডারেশন। ২৬-৩০শে সেপ্টেম্বর গুলশান ক্লাব ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠেয় তিনটি প্রতিযোগিতাতেই পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানী লিমিটেড। বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টের চালেঞ্জ ট্যুর-৫ এ বাংলাদেশের সেরা ছয় পুরুষ খেলোয়াড় লড়বেন নেদারল্যান্ডস, মিশর, ইরান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ১৪ জন নারী খেলোয়াড় লড়বেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড়দের সঙ্গে। সেইসঙ্গে নবীন খেলোয়াড়দের জন্য বাংলাদেশ যুব স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে অনূর্ধ্ব-১৭ বয়সী অর্ধশতাধিক কিশোর ও কিশোরী লড়বে। শনিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ট্রফি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় ইস্পাহানী গ্রুপের কর্মকর্তা ওমর হান্নান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]