খেলা
সালাহর ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

প্রথমে গোল হজম করে এরপর নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়বে! চলতি প্রিমিয়ার লীগে এটাতেই যেন অভ্যস্ত হয়ে উঠেছে ইংলিশ ক্লাব লিভারপুল। আজ ওলভসের বিপক্ষে তেমনই হলো।
প্রিমিয়ার লীগের ম্যাচে আজ ওলভসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে অলরেডরা। এ ম্যাচে লিভারপুলের হয়ে একটি করে গোল করেন কোডি গাকপো ও অ্যান্ডি রবার্টস। বাকি গোলটি আত্মঘাতি হয়।
এই ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে অনন্য এক রেকর্ড গড়লেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লীগের ইতিহাসে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন এই মিশরীয় ফরোয়ার্ড। এক্ষেত্রে ৬৩ অ্যাসিস্ট করে ৬১ অ্যাসিস্ট করা রিয়াদ মাহরেজকে টপকালেন তিনি। ।
এদিন ম্যাচের ৭ম মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। স্বাগতিকদের এগিয়ে দেন হোয়াং হি চান। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলেও দ্বিতীয়ার্ধে দেখা মেলে অন্য লিভারপুলের। ৫৫ মিনিটে সালাহর পাস থেকে সমতা আনেন কোডি গাকপো।
এরপর যত সময় গড়াচ্ছিল, খেলার ফল ড্র- এর দিকে এগোচ্ছিল। তবে ৮৫তম মিনিটে সেই সম্ভাবনা নাকচ করে অলরেডদের লিড এনে দেন অ্যান্ডি রবার্টস। এবারও গোলের উৎস সালাহ।
এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লিভারপুলের লিড বেড়ে ৩-১ হয়। হার্ভে এলিয়টের নেওয়া শট ওলভস ডিফেন্ডার হুগো বুয়েনোকের গায়ে লেগে জালে জড়ায়।
এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানসিটি।