খেলা
ফিফা দ্য বেস্ট
সংক্ষিপ্ত তালিকায় ম্যানসিটির ৬ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবারগত জানুয়ারিতে ফিফা দ্য বেস্টে সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসির এটা জেতা প্রায় অবধারিতি ছিল। ৮ মাসের ব্যবধানে ইউরোপ ছেড়ে মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এবারের ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকাতেও ঠিকই আছেন এই ফুটবল যাদুকর।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গত বৃহস্পতিবার দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। যেখানে থাকলেও জায়গা হয়নি পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার মেসির সঙ্গী বিশ্বকাপজয়ী সতীর্থ হুলিয়ান আলভারেজ। ফিফা দ্য বেস্টের পুরুষ বিভাগে ১২ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। এই তালিকায় গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি থেকে রয়েছেন ছয় খেলোয়াড়। তারা হলেন, আর্লিং হালান্দ, কেভিন ডি ব্রুইনা, এডারসন, হুলিয়ান আলভারেজ, ইলকায় গুন্দোয়ান ও বের্নার্দো সিলভা। কোচের তালিকায় মনোনোয়ন পেয়েছেন ম্যানসিটির পেপ গার্দিওলা ও বার্সেলোনার জাভি হার্নান্দেজ।
ফিফা দ্য বেস্টের মনোনয়ন
সেরা পুরুষ খেলোয়াড়
হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশিয়া), কেভিড ডি ব্রুইনা (বেলজিয়াম), ইলকায় গুন্দোয়ান (জার্মানি), আর্লিং হালান্দ (নরওয়ে), রদ্রি (স্পেন), খিচা কাভারাস্কেইয়া (জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া), ডেকলান রাইস (ইংল্যান্ড) ও বের্নার্দো সিলভা (পর্তুগাল)।
সেরা নারী খেলোয়াড়
আইতানা বোনমাতি (স্পেন), লিন্ডা কাইসেদো (কলম্বিয়া), র্যাচেল ডেলি (ইংল্যান্ড), কাদিদিয়াতু দিয়ানি (ফ্রান্স), ক্যাইটলিন ফুর্ড (অস্ট্রেলিয়া), মেরি ফাউলার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স গ্রিনউড (ইংল্যান্ড), হেনি হেরমোসো (স্পেন), লিন্ডসে হোরান (যুক্তরাষ্ট্র), আমান্ডা ইলেস্টেট (সুইডেন), লরেন জেমস (ইংল্যান্ড), স্যাম কার (অস্ট্রেলিয়া), মাপি লিওন (স্পেন), হিনাতা মিয়াজাওয়া (জাপান), সালমা পারায়উয়েলো (স্পেন) ও কেইরা ওয়ালশ (ইংল্যান্ড)।
সেরা কোচ-পুরুষ দল
পেপ গার্দিওলা (স্পেন), অ্যাঞ্জে পোস্তেকোগলু (অস্ট্রেলিয়া), লুসিয়ানো স্পালেত্তি (ইতালি), জাভি হার্নান্দেজ (স্পেন), সিমোনে ইনজাগি (ইতালি)
সেরা কোচ-নারী দল
পিটার গেরহার্ডসন (সুইডেন), হোনাতান জিরালদেজ (স্পেন), টনি গুস্তাভসন (সুইডেন), এমা হেইস (ইংল্যান্ড), সারিনা ভিগমান (সুইডেন)।
সেরা গোলরক্ষক-পুরুষ
ইয়াসিন বুনু (মরক্কো), থিবো কোর্তোয়া (বেলজিয়াম), এডারসন (ব্রাজিল), আন্দ্রে ওনানা (ক্যামেরুন), মার্ক-আন্দ্রে টের স্টেগান (জার্মানি)।
সেরা গোলরক্ষক-নারী
ম্যাকেঞ্জি আরনল্ড (অস্ট্রেলিয়া), অ্যান-কাতরিন বার্গার (জার্মানি), ক্যাটালিনা কোল (স্পেন), মেরি ইয়ার্পস (ইংল্যান্ড), ক্রিস্টিয়ানে এন্ডলার (চিলি), জেসিরা মুসোভিচ (সুইডেন), সান্দ্রা পানিয়োস (স্পেন)।