খেলা
শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতকরণের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ২৫৩ রানের টার্গেট দিলো পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে নেমে আসা খেলায় ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে পাকিস্তান। গ্রিন ক্যাপদের ইনিংসে ৮৬* রানের সর্বোচ্চ ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। ৭৩ বলের ইনিংসটিতে ৬ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। ওপেনার আব্দুল্লাহ শফিকের সংগ্রহ ৫২ রান। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ। এছাড়া অধিনায়ক বাবর আজম ২৯৮ এবং মোহাম্মদ নওয়াজ ১২ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ৮ ওভারে ৬৫ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি উইকেট পান প্রমোদ মাদুশান।