ভারত
বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মন জয় করলেন বিরাট কোহলি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। শুক্রবার নিয়মরক্ষার খেলায় তারা নামছে বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচের আগেই বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের মন জয় করলেন ভারতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। বাংলাদেশের এক ক্রিকেট অনুরাগী শোয়েব আলি তাঁর ফেসবুক পোস্ট এ কিং কোহলির একটি মহানুভবতার কথা লিখেছেন। তিনি কোহলির সঙ্গে তাঁর একটা ছবি দিয়ে বলেছেন- বিরাট কোহলির তিনি একজন ফ্যান। কোহলিকে এই কথা জানাতেই আমার প্রিয় ক্রিকেটার আমাকে জড়িয়ে ধরেন। আমি ভাবতেই পারিনি যাঁকে আমি অনুসরণ করি তিনি এইরকম আচরণ করবেন। তিনি তাঁর পোস্ট এর সঙ্গে কোহলির সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিয়েছেন। কোহলি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী দেশ গুলিতেও যথেষ্ট জনপ্রিয়। বাংলাদেশেও বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটার এর ফ্যানবেস আছে।