ভারত
ভারতে মিডিয়া ট্রায়াল বন্ধ করতে উদ্যোগী সুপ্রিম কোর্ট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

স্বাধীন মত ব্যক্ত করার অধিকার সংবিধান অনুযায়ী অবশ্যই আছে সংবাদ মাধ্যমের, কিন্তু যে ভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে তা একেবারেই কাম্য নয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় দিয়ে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে এই বিষয়ে একটি গাইড লাইন প্রকাশের জন্যে। বুধবার তাদের নির্দেশে সুপ্রিম কোর্ট জানায় দেশের সব পুলিশ আধিকারিক ও শীর্ষস্থানীয় আইনজীবীদের বক্তব্য এই ব্যাপারে গ্রহণ করা যেতে পারে।
দেশে যেভাবে মিডিয়া ট্রায়ালের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায় যে এর ফলে জন মানস এ বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিচারের আগেই কাউকে অথবা কোনও সংস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মিডিয়া। এর ফলে মাঝে মাঝে যে বিচারব্যবস্থাও প্রভাবিত হচ্ছে সেই কথাও স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। তারা জানিয়েছে, এই অবস্থা প্রলম্বিত হতে পারেনা। ভারতের সলিসিটর জেনারেলকে তারা জানায় যে ৩ মাস সময়টাও যেন কঠোরভাবে পালিত হয়। প্রয়োজনে এডিটরস গিল্ড এর সঙ্গে কথা বলারও নির্দেশ দেওয়া হয়।