বিশ্বজমিন
সুইজারল্যান্ডে ক্যাথোলিক চার্চে যৌন নির্যাতন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন

সুইজারল্যান্ডে এক বছর ধরে ক্যাথোলিক পুরোহিত ও অন্যদের যৌন নির্যাতন নিয়ে গবেষণা করা হয়েছে। অবশেষে গবেষণা তথ্য প্রকাশ হয়েছে ১২ই সেপ্টেম্বর। তাতে দেখা গেছে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে কমপক্ষে এক হাজার এমন যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। সুইস চার্চগুলোতে যৌন নির্যাতনের এ বিষয়টিতে ইউরোপজুড়ে যেন একটি ধাক্কা লেগেছে। বার্তা সংস্থা এপির রিপোর্টে বলা হয়েছে, দু’চারটি ব্যতিক্রম ছাড়া এসব ঘটনায় জড়িতরা সবাই পুরুষ। ডকুমেন্টগুলো যাচাই করে দেখা গেছে যৌন নির্যাতনের শিকার চার ভাগের মধ্যে প্রায় তিনভাগই হলো কম বয়সী। এই রিপোর্টে অর্থায়ন করেছে সুইস কনফারেন্স অব বিশপস। এতে নেতৃত্ব দিয়েছে জুরিখের দুটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদরা। তারা দেখেছেন, সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চগুলোতে যৌন নির্যাতন ও হয়রানি কত গভীরে ছিল। এর মধ্য দিয়ে অনেক ভিকটিম, তাদের পরিবারকে মানসিক ক্ষত বহন করতে হচ্ছে।
এই গবেষণার লেখকরা বিবৃতিতে বলেছেন, তারা ১০০২ টি যৌন নির্যাতন পরিস্থিতি শনাক্ত করেছেন। এর সঙ্গে অভিযুক্ত ৫১০ জন ব্যক্তি। তাদের নির্যাতনের শিকার হয়েছে ৯২১ জন। ইতিহাসবিদ মোনিকা ডোম্মান এবং মারিয়েটা মায়ার বিবৃতিতে বলেছেন, যে পরিস্থিতি শনাক্ত করা হয়েছে তা আইসবার্গের একটি প্রান্তের মতো। যেসব যৌন নির্যাতন করা হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ শতকরা ৫৬ ভাগের সঙ্গে যুক্ত পুরুষ অথবা বালকরা। শতকরা প্রায় ৩৯ ভাগ হলো নারী বা বালিকা। এই গবেষণা করতে গিয়ে গবেষকরা হাজার হাজার পৃষ্ঠার ডকুমেন্ট যুক্ত করেছেন। তা বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিভিন্ন চার্চের কাছ থেকে পাওয়া। তারা বলেছেন, অনেক সূত্রের দেয়া তথ্যকে পুরোপুরি পর্যালোচনা করা যায়নি। অনেক ক্ষেত্রে ডকুমেন্ট ধ্বংস করে দেয়া হয়েছে, যাতে এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ না থাকে।
পাঠকের মতামত
আর্শ্চর্য হওয়ার কোন কারণ নেই। এটা হয়ে আসছে সেই মান্দাতার আমল থেকেই শুধু খবরে আসছে সময় সময়। এদেশেও তো মাদ্রাসায় শিক্ষক দ্বারা ছাত্র ধর্ষণ হয়, সেটা চার্চের চেয়েও খারাপ।