ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

মরক্কোয় ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপির শোক

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:২১ অপরাহ্ন

মরক্কোয় প্রবল ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল গত শুক্রবার মাঝরাতে মরক্কোয় প্রবল ভূমিকম্পে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৩০৫ জন মানুষের প্রাণহানি, বহু মানুষ আহত এবং অসংখ্য মানুষ বাড়িঘরের নিচে চাপা পড়ে থাকার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক, দুঃখ ও বেদনা সইবার ক্ষমতা দান করেন। 
বিএনপি মহাসচিব বলেন, এহেন বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ^াস করি। বাংলাদেশের মানুষ এবং বিএনপি মরক্কোবাসীর এহেন দুর্দিনে সবসময় পাশে থাকবে।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন। পাশাপাশি হতাহতের উদ্ধারে বিশ^ সম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল।
 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

ভূমিকম্প আল্লাহর আযাব, সুতরাং ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করা আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কুফরী-মুনাফেকি করা।

Bonggoj Bihonggo
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status