রাজনীতি
ডা. শফিকুর রহমান
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে দাবির আংশিক পূরণ হয়েছে
স্টাফ রিপোর্টার
(২২ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের প্রাণের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই প্রোক্লেমেশন এখনো আসেনি। বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো পাইনি। তবে আমাদেরকে ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আমরা জুলাইকে কোনোভাবেই হারিয়ে যেতে দেবো না বরং তা দেশ, জাতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় যথাযথভাবে কাজে লাগাবো।’
গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মগবাজার চৌরাস্তায় এক পথসভায় আগত নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জুলাইকে হারিয়ে যেতে দেবো না বরং জুলাইয়ের চেতনা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাবো-ইনশাআল্লাহ।’ তিনি ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। তারা সরকারের কাছে কোনো আর্থিক সহযোগিতা চান না বরং তারা দ্রুততার সঙ্গে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার চান’।
তিনি বলেন, ‘এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। কারণ, তাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ দেশে নতুন করে স্বৈরাচার বা ফ্যাসিবাদ চায় না বরং তারা শান্তি চায়। চায় বৈষম্যমুক্ত ও আইনের শাসনের সমাজ। তাই বর্তমান সরকারকে সকল প্রকার ভয়ভীতি ও চোখ রাঙানিকে উপেক্ষা করে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। পূরণ করতে হবে জনগণের সকল ন্যায্য দাবি।’
জামায়াতের আমীর বলেন, ‘খুনিদের বিষয়ে দেখাতে হবে শূন্য সহনশীলতা। জনগণ অবিলম্বে খুনিদের শাস্তি দেখতে চায়। তিনি সরকারকে সকল প্রকার আবেগ-অনুভূতি, অনুরাগ-বিরাগের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার প্রমুখ।
পাঠকের মতামত
৭১ এর যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী নিষিদ্ধ করা হোক। তাহলে আওয়ামী নিষিদ্ধের পূর্ণতা পাবে।
আওয়ামীলীগ স্বাধীন বাংলাদেশের প্রথম গণ হত্যাকারী , আওয়ামীলীগ ও জামায়াতী ইসলামীর মধ্যে কোন পার্থক্য নাই এখন ৭১'র যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা করা হোক।
রাজাকারের দল জামাত/শিবির যারা ৩০ লক্ষ খুনের খুনি, লাখ লাখ মা বোনের ইজ্জত লুট কারি , হাজার হাজার বুদ্ধিজীবী হত্যা কারি, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী , তারা বাংলাদেশে রাজনীতি করবে , আওয়ামীলীগ রাজনীতি করতে পারবে না? এটা কেমনে সম্ভব?
এত অন্যায়-অবিচার, জুলুম অত্যাচারের পরেও ফ্যাসিবাদীদের মাফ করে দিলেন কয়েক দিন আগে। এখন আবার অন্য সুর, জনগণ কার উপর ভরসা রাখবে।
You are our next leader of Bangladesh. But don't compromise with BAL.