ভারত
শেহবাগ, অমিতাভ বচ্চন ভারতের পক্ষে, মমতা বললেন-নতুনত্ব কী আছে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ অবিলম্বে ভারতের জাতীয় ক্রিকেট দলের জার্সিতে টিম ইন্ডিয়ার পরিবর্তে টিম ভারত লেখার পক্ষপাতী। এই বিষয়টি ভারতের বিশ্বকাপ অভিযান থেকেই শুরু হোক, এমন মত শেহবাগের। অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন-ভারত মাতা কি জয়! অর্থাৎ তিনি যে ভারত নামের পক্ষে তা বুঝতে আলাদা মস্তিষ্কের দরকার হয় না।
কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, এতে আর নতুনত্ব কী আছে? দেশে তো ইন্ডিয়া নামের পরিবর্তে দীর্ঘদিন ধরে ভারত নামটি প্রচলিত আছে। বিদেশে অবশ্য সবাই ভারতকে ইন্ডিয়া নামে চেনে। ইন্ডিয়া শব্দটি একদম ছেঁটে বাদ দেয়া হলে অন্য কথা। সেটা কোনওমতে উচিত হবে না।
ইন্ডিয়া জোটের অন্য শরিকদের মত- মমতাও বিশ্বাস করেন যে, বিরোধী ঐক্যকে ভয় পেয়েছেন বলেই মোদি তড়িঘড়ি ইন্ডিয়া নামটি ছেঁটে বাদ দিতে চাইছেন। কিন্তু, বীরেন্দ্র শেহবাগ কি বিজেপিতে যোগ দিচ্ছেন? শেহবাগ বলেছেন, গত নির্বাচনেই তার কাছে দুটি প্রধান দলে যোগদানের আমন্ত্রণ এসেছিলো। কিন্তু তিনি যাননি। তিনি ক্রিকেট নিয়েই থাকতে চান। তার মনে হয়েছে একটি দেশের একটি নামই থাকা উচিত। তার পছন্দ তাই ভারত। এর পিছনে অন্য কোনও কারণ না খোঁজাই ভালো বলে তিনি মনে করেন।