ভারত
রাহুল গান্ধীর সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কি কথা হল অভিষেক বন্দোপাধ্যায়ের?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

রাজধানী দিল্লিতে ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। সংবাদ মাধ্যমের কাক - পক্ষীয় টের পায়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কালো কাঁচ ঢাকা গাড়িটি ঢুকে গেল রাহুল গান্ধী-সোনিয়া গান্ধীর বাসভবনে। ঘড়িতে তখন বুধবারের সকাল সাড়ে ছ’টার ঘরও ছোঁয়নি। পরবর্তী এক ঘণ্টা সোনিয়া তনয়ের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো। একান্ত এই স্বাক্ষাতকারে দু’জনের সচিব পর্যন্ত ছিলেন না। এই কারণেই অভিষেক বুধবার মমতার সফরসঙ্গী হয়ে বিগ বির বাড়িতে যাননি। তিনি আজ আলাদাভাবে মমতার সঙ্গে মিলিত হয়ে ইন্ডিয়া গোষ্ঠীর মিটিংয়ে যোগ দেবেন।
কিন্তু কি কথা হল রাহুল - অভিষেক বৈঠকে? অভিষেকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে যে, মোদি বিতারনের রূপরেখা রচনার জন্যেই এই স্বাক্ষাতকার। কিন্তু তাই যদি হবে তাহলে তা মুম্বাই এর ইন্ডিয়া বৈঠকের সাইডলাইন এ মমতার উপস্থিতিতে নয় কেন? রাজনৈতিক সমীক্ষকদের এই প্রশ্নে মান্যতা দিয়ে জানা যাচ্ছে যে, নিছক মোদি হটানোর রূপরেখা রচনার জন্যে নয়, ইডি সারা ভারতজুড়ে বিরোধী রাজনৈতিক নেতাদের যেভাবে অপদস্থ করছে, যার অন্যতম শিকার রাহুল গান্ধীও সেই সম্পর্কে বিরোধীতার রাস্তা খোঁজার জন্যেই এই বৈঠক। এছাড়াও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক যতটা মসৃন, ততটা নয় রাহুল গান্ধীর সঙ্গে। সেই ফাঁক বোজানোর তাগিদও ছিল। দুজনের মধ্যে একান্ত বৈঠকে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্কের বিষয়টিও ওঠে বলে জানা গেছে।