ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

ভারত

সেপ্টেম্বরে ভারতের সূর্য অভিযান, ২০২৫-এ চাঁদে মানুষ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ মাস আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৫ অপরাহ্ন

mzamin

চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের পর ইসরো তাদের পরবর্তী মিশনের কথা ঘোষণা করেছে। ইসরোর ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেন, চাঁদের পর সূর্য। ইসরোর আদিত্য এল ওয়ান মিশন শুরু হবে সেপ্টেম্বর এর গোড়ায়। সূর্যের কাছাকাছি পৌঁছে এই মনুষ্যবিহীন যান সূর্য সম্পর্কে সব অজানা তথ্য পাঠাবে। আদিত্য এল ওয়ান এর লঞ্চ ভেহিকলকে ইতিমধ্যেই বেঙ্গালুরুর ইসরোর গবেষণা গার থেকে রাজস্থানের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এ নিয়ে যাওয়া হয়েছে। সূর্য যানটির পৃথিবী থেকে সূর্যের কক্ষপথে পৌঁছাতে ১২০ দিন লাগবে বলে এস সোমনাথ জানান। এরপর ২০২৪ সালে গগনায়ন- এক প্রকল্পের পর ২০২৫ সালে ভারত গগনায়ন- দুই প্রকল্পে চাঁদে মানুষ পাঠাবে। ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা ১৯৮৪ সালে অন্তরীক্ষে গেছেন। ১৯৮৪-এর এপ্রিলে ভারতের প্রথম এবং শেষ মহাকাশযাত্রী এই রাকেশ শর্মা। চাঁদে মানুষ পৌঁছালে তিনিই হবেন প্রথম ভারতীয় যিনি চাঁদের মাটিতে পা দেবেন।

বিজ্ঞাপন
এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে লান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাদের কাজ শুরু করে দিয়েছে। বিক্রমের গর্ভ থেকে বেরিয়ে প্রজ্ঞান চাঁদের মাটিতে প্রদক্ষিণ শুরু করেছে সেকেন্ডে এক সেন্টিমিটার গতি নিয়ে। প্রজ্ঞান ছবি তুলে পাঠাচ্ছে বিক্রমে। বিক্রম সেই ছবি পাঠাচ্ছে পৃথিবীতে। ইতিমধ্যেই চাঁদের এবড়োখেবড়ো জমির ছবি পাঠিয়েছে প্রজ্ঞান। মল মূত্রের কিছু ব্যাগ এর ছবি বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়েছে- তবে কি চাঁদে গোপনে কেউ পাড়ি দিয়েছিলো?          
 

পাঠকের মতামত

২০২৪ সালে গগনায়ন- এক প্রকল্পের পর ২০২৫ সালে ভারত গগনায়ন- দুই প্রকল্পে চাঁদে মানুষ পাঠাবে। ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা ১৯৮৪ সালে অন্তরীক্ষে গেছেন। ১৯৮৪-এর এপ্রিলে ভারতের প্রথম এবং শেষ মহাকাশযাত্রী এই রাকেশ শর্মা। চাঁদে মানুষ পৌঁছালে তিনিই হবেন প্রথম ভারতীয় যিনি চাঁদের মাটিতে পা দেবেন। এগিয়ে যাও ভারত.

fukrul islam
২৩ আগস্ট ২০২৩, বুধবার, ১০:১৩ অপরাহ্ন

স্বপ্ন দেখা ভালো; তবে তা যেন যৌক্তিক পর্যায়ের হয়। ২০২৫ এর মধ্যে চাঁদে মানুষ পাঠানো ভারতের কল্পিত স্বপ্ন যা বাস্তবায়নযোগ্য নয়; ২০২৫ তো দূরকি বাত, ২০৩৫ সালেও চাঁদে মানুষ পাঠানোর যোগ্যতা অর্জন করা ভারতে পক্ষে সম্ভব হবে না।

Taufiqul Pius
২৩ আগস্ট ২০২৩, বুধবার, ৯:৩৬ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status