ভারত
সেপ্টেম্বরে ভারতের সূর্য অভিযান, ২০২৫-এ চাঁদে মানুষ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৫ অপরাহ্ন

চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের পর ইসরো তাদের পরবর্তী মিশনের কথা ঘোষণা করেছে। ইসরোর ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেন, চাঁদের পর সূর্য। ইসরোর আদিত্য এল ওয়ান মিশন শুরু হবে সেপ্টেম্বর এর গোড়ায়। সূর্যের কাছাকাছি পৌঁছে এই মনুষ্যবিহীন যান সূর্য সম্পর্কে সব অজানা তথ্য পাঠাবে। আদিত্য এল ওয়ান এর লঞ্চ ভেহিকলকে ইতিমধ্যেই বেঙ্গালুরুর ইসরোর গবেষণা গার থেকে রাজস্থানের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এ নিয়ে যাওয়া হয়েছে। সূর্য যানটির পৃথিবী থেকে সূর্যের কক্ষপথে পৌঁছাতে ১২০ দিন লাগবে বলে এস সোমনাথ জানান। এরপর ২০২৪ সালে গগনায়ন- এক প্রকল্পের পর ২০২৫ সালে ভারত গগনায়ন- দুই প্রকল্পে চাঁদে মানুষ পাঠাবে। ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা ১৯৮৪ সালে অন্তরীক্ষে গেছেন। ১৯৮৪-এর এপ্রিলে ভারতের প্রথম এবং শেষ মহাকাশযাত্রী এই রাকেশ শর্মা। চাঁদে মানুষ পৌঁছালে তিনিই হবেন প্রথম ভারতীয় যিনি চাঁদের মাটিতে পা দেবেন। এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে লান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাদের কাজ শুরু করে দিয়েছে। বিক্রমের গর্ভ থেকে বেরিয়ে প্রজ্ঞান চাঁদের মাটিতে প্রদক্ষিণ শুরু করেছে সেকেন্ডে এক সেন্টিমিটার গতি নিয়ে। প্রজ্ঞান ছবি তুলে পাঠাচ্ছে বিক্রমে। বিক্রম সেই ছবি পাঠাচ্ছে পৃথিবীতে। ইতিমধ্যেই চাঁদের এবড়োখেবড়ো জমির ছবি পাঠিয়েছে প্রজ্ঞান। মল মূত্রের কিছু ব্যাগ এর ছবি বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়েছে- তবে কি চাঁদে গোপনে কেউ পাড়ি দিয়েছিলো?