ভারত
সানি দেওলের জুহুর বাংলো নিলামে তোলার প্রস্তাব প্রত্যাহার ব্যাংকের, কংগ্রেসের বিস্ময়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২১ আগস্ট ২০২৩, সোমবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন

সানি দেওলের জুহুর বাংলো নিলামে তোলার যে পরিকল্পনা করেছিল ব্যাংক অব বারোদা তা তারা প্রত্যাহার করে নিয়েছে সোমবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে। এই পরিকল্পনা রদ এর কথা জানায় ব্যাংক অফ বরোদা। কংগ্রেস এর অভিযোগ গুরুদাসপুরের সংসদ সদস্য সানি দেওলকে বাঁচাতে এটি বিজেপিরই ছক। উল্লেখযোগ্য ছাপান্ন কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার জন্যেই ব্যাংক অফ বরোদা ই অকশন এর মাধ্যমে বাংলোটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। পঁচিশ আগস্ট এই নিলাম হওয়ার কথা ছিল রবিবার সকাল পর্যন্ত ব্যাংক অফ বরোদা নিলামের সিদ্ধান্তে অটুট থাকার পর কি এমন ঘটলো যে তাদের বদলে গেল মতটা। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে সানির বাবা ধর্মেন্দ্র রবিবার দুপুরে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি পাই পয়সা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই অজয় কুমার দেওল ওরফে সানি দেওলের বাড়ি নিলাম করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ব্যাংক অফ বরোদা। প্রধানমন্ত্রী নিজে তাঁদের অনুরোধ জানান, সানিকে ঋণ পরিশোধ এর জন্যে আর একটু সময় দিতে।